নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষে প্রায় দেড় লক্ষ পোস্ট অফিসের শাখা রয়েছে। এই সকল পোস্ট অফিসের শাখায় রয়েছে ব্যাঙ্কিং পরিষেবাও। দেশের বহু মানুষ পোস্ট অফিসকে সঞ্চয়ের সবথেকে সুরক্ষিত জায়গা হিসেবেও মনে করেন। তাই তারা তাদের কষ্টার্জিত অর্থ রাখতে ভরসা করেন পোস্ট অফিসেই। এছাড়াও পোস্ট অফিসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট খুলতে খরচ খুবই কম। মাত্র ১০০ টাকাতেই খোলা যায় সেভিংস অ্যাকাউন্ট। পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যায় বার্ষিক ৪ শতাংশ সুদ।
তবে ১০০ টাকাতে সেভিংস অ্যাকাউন্ট খোলা গেলেও চেক অথবা ডেবিট কার্ড বা এটিএম কার্ড সুবিধা নিতে গেলে অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ মিনিমাম ব্যালেন্সের নিয়ম মানা বাধ্যতামূলক। তবে এই এটিএম অথবা ডেবিট কার্ডে রয়েছে বিশেষ কয়েকটি সুবিধা যা অন্যান্য ব্যাঙ্কের তুলনায় আকর্ষণীয়, পাশাপাশি ব্যবহারের ক্ষেত্রে রয়েছে নিয়মাবলী।
পোস্ট অফিসের দেওয়া এটিএম কার্ডের শর্ত
১) পোস্ট অফিসের এটিএম কার্ডে গ্রাহকরা দৈনিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা তুলতে পারেন।
২) গ্রাহক তার এটিএম কার্ড দিয়ে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ফ্রি-তে টাকা তুলতে পারেন। তারপর অন্যান্য ব্যাঙ্কের মতই চার্জ কাটা হয়।
৩) পোস্ট অফিসের এটিএম কার্ডে একবারে ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা। ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট বহন করার যে খরচ তার তুলনায় অনেক বেশি সুবিধা।
৪) পোস্ট অফিসের এটিএমে দিনে ৫ টি লেনদেন ফ্রি থাকে।
৫) পোস্ট অফিসের ডেবিট কার্ডের মাধ্যমে অন্য ব্যাঙ্কের এটিএমে টাকা তুললে মাসে ৩ টি লেনদেন ফ্রি হয়।
৬) কোনও গ্রাহক কোনও মাসে ৩ বারের বেশি অন্য এটিএম থেকে টাকা তুললে ২০ টাকা করে কাটা হয়। সঙ্গে কাটা হয় আলাদা করে জিএসটি চার্জ।
৭) পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় চেকবুক চাইলে রাখতে পারেন আবার নাও রাখতে পারেন। ঠিক তেমনই এটিএম কার্ড চাইলে রাখতে পারেন আবার নাও রাখতে পারেন।
৮) পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট কেউ চাইলে এক ডাকঘর থেকে অন্য ডাকঘরে পরিবর্তন করতে পারেন।