আপনার পার্সেল থাকবে সম্পূর্ণ সুরক্ষিত, বিনামূল্যে ডিজিট্যাল লকার আনলো Post Office

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ডাক বিভাগ পোস্ট অফিসের মাধ্যমে আমরা বহু মূল্যবান জিনিসপত্র থেকে চিঠিপত্র আদান-প্রদান করে থাকি। কিন্তু আপনাকে পার্সেল করা জিনিসপত্র কখন আপনার বাড়িতে এসে পৌঁছাবে তার সঠিক সময় আপনার জানা থাকে না। হয়তো কোন কাজে বাড়ির বাইরে গেছেন আর ঠিক সে সময় এসেছে ডাক বিভাগের কর্মীরা সেই পার্সেল আপনার কাছে পৌঁছাতে। কিন্তু আপনি বাড়িতে না থাকার কারণে সেই পার্সেল আপনার হাতে এলো না। তাহলে কি হবে? এত বড় সমস্যা। আর এই সমস্যা থেকে রেহাই দেওয়ার জন্যই ভারতীয় ডাক বিভাগ বা পোস্ট অফিস চালু করল বিনামূল্যে ডিজিট্যাল লকার।

আপনি বাড়িতে না থাকলে ডাক বিভাগের কর্মীরা পার্সেল নিয়ে ফিরে গেলেও এবার থেকে নিশ্চিন্ত থাকুন। আপনাকে করা গুরুত্বপূর্ণ পার্সেল ফেরত অবস্থায় এবার থেকে রাখা থাকবে বিনামূল্যের ডিজিটাল লকারে। আর আপনি তা নিজের সুবিধামতো নিয়ে আসতে পারবেন পোস্ট অফিস থেকে। এই পরিষেবা আপাতত চালু হলো কলকাতায়। শহরের দুটি পোস্ট অফিসে এই সুবিধা চালু করেছে ভারতীয় ডাক বিভাগ। ধীরে ধীরে এই পরিষেবা চালু হবে দেশের বিভিন্ন প্রান্তে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার থেকে চালু হওয়া এই ডিজিট্যাল লকারের সুবিধা গ্রাহকরা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আপাতত সল্টলেক সেক্টর ফাইভের নবদিগন্ত আই.টি. পোস্ট অফিস ও নিউ টাউন পোস্ট অফিসে এই সুবিধা পাওয়া যাচ্ছে। ইউরোপীয় দেশগুলির ধাঁচে এই পরিষেবা এবার ভারতেও উপলব্ধ। তবে এই সুবিধা পাওয়া যাবে কেবল মাত্র রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের ক্ষেত্রেই। পরিষেবা সম্পর্কে আরও জানা গেছে, যে সমস্ত গ্রাহকরা বাড়িতে থাকেন না অর্থাৎ ডেলিভারির সময় জিনিসপত্র সংগ্রহ করতে পারেন না তাদের জন্যই এই বন্দোবস্ত। গ্রাহকদের হাতে পার্সেল তুলে দেওয়া সম্ভব না হলে সেই পার্সেল রাখা হবে লকারে। তারপর গ্রাহককে দেওয়া হবে নির্দিষ্ট লকার নম্বর। তারপর সংশ্লিষ্ট গ্রাহককে একটি ওটিপি সহ এসএমএস পাঠানো হবে, যেটি দিয়ে ওই গ্রাহক সাত দিনের মধ্যে ওই পার্সেল সংগ্রহ করে নিতে পারবেন।