মাধ্যমিক পাস আর সাইকেল চালাতে জানলেই পোস্ট অফিসে চাকরি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে এমনিতেই বেকার যুবক-যুবতীদের কমতি নেই। এরপর আবারও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর চতুর্দিকে শুরু হয় ছাঁটাই। বেকার যুবক যুবতীদের সংখ্যা আরও বাড়তে শুরু করে। তবে সম্প্রতি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে ফের বিভিন্ন ক্ষেত্রে চলছে নিয়োগ।

Advertisements

এই নিয়োগের ক্ষেত্রে এবার সুখবর দিল পোস্ট অফিস। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এবার যে সুখবর দেওয়া হয়েছে তা মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্যও। অর্থাৎ মাধ্যমিক পাস করার পর যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সুখবর দিয়েছে পোস্ট অফিস। গ্রামীণ ডাক সেবক হিসাবে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের যে কোন জেলার চাকরিপ্রার্থীরা এই সকল শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৫ জুন, ২০২২।

Advertisements

বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, মোট ১৯৬২ জনকে নিয়োগ করা হবে এই সকল শূন্যপদে। ১৮-৪০ বছর বয়সীরা এই সকল শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগের নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। পাশাপাশি অবশ্যই জানতে হবে বাংলা ভাষা এবং জানতে হবে সাইকেল চালানো।

Advertisements

এই সকল শূন্য পদে যাদের নিয়োগ করা হবে তাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসাবে নিয়োগের ক্ষেত্রে বেতন দেওয়া হবে মাসিক ১২ হাজার টাকা। যাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে নিয়োগ করা হবে তাদের মাসিক বেতন হবে ১০ হাজার টাকা। আবেদন করার ক্ষেত্রে সাধারণ এবং ওবিসি চাকরিপ্রার্থীদের ১০০ টাকা দিতে হবে, বাকি সংরক্ষিত প্রার্থীদের কোন টাকা দিতে হবে না।

আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হবে সম্পূর্ণ অনলাইনে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইটে লগইন করতে হবে। এখান থেকে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Advertisements