ট্রেন চলাচল নিয়ে নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করলো রেল মন্ত্রক

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : করোনা সংকটের মাঝেই রেল মন্ত্রকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লি থেকে দেশের ১৫ টি গুরুত্বপূর্ণ শহরে ১৫ জোড়া স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালাবে ভারতীয় রেল। পাশাপাশি প্রয়োজন মত প্রতিদিন ৩০০টি করে শ্রমিক স্পেশাল ট্রেনও চালাবে ভারতীয় রেল। এরপরে অনেকের মধ্যে আশা জেগেছিল, হয়তো নিয়ম মেনে লকডাউনের মাঝেই ট্রেন পরিষেবা চালু হতে পারে। তবে এনিয়ে বৃহস্পতিবার রেল মন্ত্রকের তরফ থেকে ট্রেন চলাচল নিয়ে নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করা হলো।

রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, জুলাইয়ের আগে চলবে না কোনও সাধারণ প্যাসেঞ্জার ট্রেন। সমস্ত রকম সাধারণ ট্রেন চলাচল বন্ধ থাকবে ৩০শে জুন পর্যন্ত। ৩০শে জুন পর্যন্ত বুক করা সমস্ত প্যাসেঞ্জার ট্রেনের বুকিং বাতিল করা হবে। শুধুমাত্র শ্রমিক বা বিশেষ ট্রেনই চলাচল করবে। আগে থেকে কেটে রাখা ৩০ জুন অব্দি সমস্ত রকম টিকিট বাতিল বলে ঘোষণা করা হয়।

রেলের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০শে জুন পর্যন্ত কেটে রাখা মেল, এক্সপ্রেস, সাবার্বান-সহ সমস্ত ট্রেনের টিকিটই বাতিল করা হয়েছে। তবে লকডাউনের কারণে বাতিল হওয়া এই সমস্ত টিকিটের পুরো দাম ফেরত পাবেন গ্রাহকরা। অর্থাৎ রেলের ঘোষণা অনুযায়ী ৩০শে জুন পর্যন্ত চলবে না কোন সাধারণ প্যাসেঞ্জার বা অন্যান্য ট্রেন।

তবে আগামসূচি অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যে সকল শ্রমিক স্পেশাল ট্রেনের আয়োজন করা হয়েছিল সেগুলি চলবে। পাশাপাশি চলবে দিল্লি থেকে দেশের ১৫ টি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে সদ্য চালু করা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনগুলিও। এছাড়াও রেলে তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আপাতত আরসি বা তৎকাল টিকিট থাকবেনা রেলে। প্রথম শ্রেণীর এসি কোচে ২০, এসি-২ তে ৫০, এসি-৩ এবং চেয়ারকারে ১০০ ও সিলিপার ক্লাসে ২০০ টি ওয়েটিংলিস্ট টিকিট রাখা হবে।