বড়দিনের ছুটিতে ঘুরে আসুন দীঘা, রেল দিচ্ছে ২০% পর্যন্ত ছাড়

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের কাছে পিঠে ঘুরে আসা মানেই দীঘা অথবা মন্দারমনি। আর ভ্রমণপিপাসু বাঙ্গালীদের ছুটি মানেই ঘুরে আসার তাগিদ পরে। সামনেই ডিসেম্বর মাস, একের পর এক রয়েছে ছুটি, রয়েছে বড়দিনের উৎসব। আর এই ছুটিতে দিঘা ঘুরে আসার সুবর্ণ সুযোগ করে দিলো রেল।

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, শীতকালীন ভ্রমণে দীঘায় যেতে ইচ্ছুক পর্যটকদের রেলের টিকিটে দেওয়া হবে বিশেষ ছাড়। শীতকালে পর্যটক টানতে রেলের এমন উদ্যোগ। তবে এই ছাড় পাওয়া যাচ্ছে বিশেষ কিছু ট্রেনের ক্ষেত্রেই।

ছাড় দেওয়া হচ্ছে হাওড়া-দিঘা সুপার ডিলাক্স ও হাওড়াগামী কান্ডারি এক্সপ্রেসের টিকিটে। ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসে ২০ শতাংশ ছাড় ও এসি চেয়ারকারে ১৫ শতাংশ ছাড় মিলবে। তবে শুক্রবার ও শনিবার এই ছাড় মিলবে না কয়েকটি ক্ষেত্রে। আগামী ৮ই ডিসেম্বর থেকে এই ছাড় দেওয়া শুরু হবে, আর এই বিশেষ অফার চলবে ৩১ শে মার্চ পর্যন্ত।

দীঘার ক্ষেত্রে পর্যটকদের মধ্যে সড়ক পথে যাতায়াতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। যার ফলে খামতি পড়েছে রেল যাত্রায়। এবার সেই খামতি পূরণে রেলের এমন উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কান্ডারী এক্সপ্রেসের আপ লাইনে টিকিটের চাহিদা বেশি থাকায় ওই ট্রেনে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে না।