২০ কোটি ব্যয়ে বদলাতে চলেছে NJP স্টেশন, দেখলে চিনতেই পারা যাবে না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা (Indian Railways) হলো ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ এই রেল পরিষেবার ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। লক্ষ লক্ষ এই যাত্রীরা যাতে কোনরকম অসুবিধার সম্মুখীন না হন তার জন্য ভারতীয় রেলের তরফ থেকেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

Advertisements

এবার বাজেটে রেলের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে রেল পরিষেবাকে ঢালাওভাবে সাজিয়ে তোলার জন্য। রেলের তরফ থেকে ইতিমধ্যেই রেল পরিষেবাকে সাজিয়ে তোলার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর সেই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন কাজ শুরু করার পাশাপাশি দেশের বিভিন্ন রেল স্টেশনকে (Railway Station) সাজিয়ে তোলার কাজও করা হচ্ছে। অমৃত ভারত প্রকল্পের আওতায় এই সকল স্টেশন সাজানোর কাজ চলছে।

Advertisements

এবার সেই রকমই উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন নিউ জলপাইগুড়ি (NJP) রেল স্টেশনকে ঢালাওভাবে সাজানোর বিষয়ে জানালেন এন এফ রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা। শুক্রবার তিনি জলপাইগুড়ি রোড রেলস্টেশন পরিদর্শন করতে আসেন এবং সেখানেই এই বিষয়ে আভাস দেন। এক্ষেত্রে ২০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে আভাস দেওয়া হয়েছে।

Advertisements

নতুনভাবে নিউ জলপাইগুড়ি স্টেশনকে সাজানো অর্থাৎ আধুনিকীকরণের জন্য যে সকল কাজ করা হবে তা সম্পর্কে জানা গিয়েছে, নতুন বিল্ডিং তৈরি হবে। নতুন বিল্ডিং তৈরি হওয়ার পাশাপাশি তৈরি হবে শপিংমল এবং যাত্রীদের মেডিকেল সুবিধা দেওয়া হবে। এছাড়াও আরও বিভিন্ন দিক দিয়ে স্টেশনকে এমন ভাবে সাজিয়ে তোলা হবে যা পুরো স্টেশনের রূপ বদলে দেবে।

নিউ জলপাইগুড়ি স্টেশন উত্তরবঙ্গের বাসিন্দা থেকে শুরু করে রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গার বাসিন্দাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন। কারণ উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় ঘুরতে আসার পাশাপাশি যারা সিকিম বেড়াতে যান তাদের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন অন্যতম।

Advertisements