Indian Railway Facilities: টিকিটের সঙ্গেই এই পাঁচটি সুবিধা একেবারে ফ্রি, না জানলে জেনে নিন বিস্তারিতভাবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Railway Facilities: এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম পরিবহন ব্যবস্থার নেটওয়ার্ক হল ভারতীয় রেল। শুধুমাত্র এই দেশে নয় গোটা বিশ্বের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে ভারতীয় রেল। প্রতিদিন লক্ষাধিক মানুষ পরিবহনের জন্য ভরসা করে এই রেলের উপরেই। দেশের যেকোন প্রান্তে কিংবা কাছের কোন জায়গায় যেতে হলে কম খরচাতে এর থেকে ভালো পরিবহন ব্যবস্থা আর হতে পারে না। আজকের এই প্রতিবেদনে জেনে নিন কোন পাঁচটি সুবিধা টিকিটের সঙ্গেই ফ্রি পাওয়া যায়। এই পরিষেবাগুলো সম্পর্কে না জানলে পস্তাবে সাধারণ মানুষ।

Advertisements

এসি কোচে ফ্রি বেডরোল সুবিধা: যদি কোন যাত্রী AC1, AC2, বা AC3 কোচে যাত্রা করে থাকেন তাহলে কিছু বিশেষ সুবিধা লাভ করবেন। রেলওয়ে অবশ্যই কম্বল, বালিশ, দুটি বেডশিট এবং একটি হ্যান্ড টাওয়েল ফ্রীতে প্রদান করবে। আবার ভারতীয় রেলের গরিব রথ এক্সপ্রেসে এই সুবিধাগুলো নেওয়ার জন্য ২৫ টাকা চার্জ নেওয়া হয়। কিছু বিশেষ ট্রেনেও স্লিপার ক্লাস যাত্রীদের বেডরোল প্রদান করা হয় ফ্রি-তে।

Advertisements

যাত্রা পথে ফ্রি চিকিৎসা সহায়তা: এমন ঘটনা প্রায়ই দেখা যায় যাত্রাপথে কোন যাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে ট্রেনের ভেতরেই। এরকম ঘটনা ঘটে চিন্তা করার কোনো কারণ নেই, রেলওয়ে ফ্রি প্রাথমিক চিকিৎসার সুবিধা দেয়। যদি অবস্থা গুরুতর হয়, তাহলে পরবর্তী স্টেশনে চিকিৎসার ব্যবস্থা করা হয় (Indian Rail Facilities)।

Advertisements

আরো পড়ুন:  ব্যবসায় ভাঁটা, উৎসবের মরশুমেও টাটা মোটরসের লাভের গ্রাফ তলানিতে

বিলম্ব হলে ফ্রি খাবার: ধরুন যদি কোন যাত্রী রাজধানী, শতাব্দী বা দুরন্ত-এর মতো প্রিমিয়াম ট্রেনে টিকিট থেকে থাকে এবং ট্রেন ২ ঘণ্টা বা তার বেশি দেরি করে, সেক্ষেত্রে ভারতীয় রেল সেই যাত্রীকে ফ্রি খাবার দিতে বাধ্য (Indian Railway Facilities)।

ফ্রি ওয়েটিং কলের সুবিধা: কোন কারনে যদি যাত্রীকে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় কিংবা স্টেশনে কিছু সময় কাটাতে হয় তাহলে রেলওয়ে স্টেশনের এসি বা নন-এসি ওয়েটিং হলে বিশ্রাম নিতে পারেন।

আরো পড়ুন: ‘অমৃত ভারত ট্রেন’ খুব তাড়াতাড়ি চালু হচ্ছে এই রুটে, সুবিধা পাবে যাত্রীরা

রেলওয়ে স্টেশনে ফ্রি Wi-Fi: ভারতীয় রেলওয়ে দেশের বিভিন্ন স্টেশনে ফ্রি Wi-Fi সুবিধা প্রদান করা থাকে। কোন বিশেষ কারণে যদি ট্রেন দেরি করে বা অনেক আগে পৌঁছে যায়, তাহলে এই ফ্রি সেবা ব্যবহার করা যাবে।

প্রত্যেকটি যাত্রী কিছু বিশেষ সুবিধা লাভ করে এবং এই বিষয়ে সর্বদা অবগত থাকতে হয়। ভারতীয় রেলওয়ের এই সুবিধাগুলি (Indian Railway Facilities) যদি যাত্রীরা না জানে তাহলে তাদের যাত্রা কখনই আরামদায়ক এবং মজাদার হবে না। নিজেদের অভিজ্ঞতাকে আরো ভালো করার জন্য এইসব পরিষেবা অবশ্যই নেওয়া উচিত। পরবর্তী সময়ে যখন কোন যাত্রী ট্রেনে ভ্রমন করবে তখন এই ফ্রি সেবাগুলির সুবিধা গ্রহণ করতে পারবে এবং নিজের অধিকার সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে।

Advertisements