নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রে বিজেপি সরকার আসার পর ভারতীয় রেলের তরফ থেকে রেলের আধুনিকীকরণের দিকে সবথেকে বেশি জোর দেওয়া হয়। এর পাশাপাশি একাধিক এলাকায় ভারতীয় রেল নিজেদের উন্নয়নমূলক কাজ চালিয়ে নজির তৈরি করে চলেছে। ঠিক সেই ভাবেই এবার বিশ্বের উচ্চতম রেল ব্রিজ তৈরি করে মাইলফলক গড়তে চলেছে ভারতীয় রেল।
সম্প্রতি রেলের তরফ থেকে জানানো হয়েছে জম্মু-কাশ্মীরের চেনাব নদীর উপর বিস্ময়কর ধনুকারের রেল সেতু তৈরির কাজ প্রায় শেষের দিকে। আর এর উচ্চতা হার মানাবে আইফেল টাওয়ারকেও। এই কাজ শেষের দিকে হওয়ার পাশাপাশি খুব তাড়াতাড়ি এই রেল সেতুর উদ্বোধন করা হবে। আর তা চালু হলেই বিশ্বের সবথেকে উচ্চতম রেল সেতুর তকমা চলে আসবে।
এই রেল সেতু তৈরি করতে রেলের খরচ হচ্ছে ১ হাজার ২৫০ কোটি টাকা। চেনাব নদী থেকে এর উচ্চতা হবে ৩৫৯ মিটার। আর সব মিলিয়ে দৈর্ঘ্য দাঁড়াবে ১ হাজার ৩১৫ মিটার। এই রেল সেতু তৈরি হয়ে যাওয়ার পর জম্মু-কাশ্মীরের সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগসূত্র যেমন তৈরি হবে তেমনি এই রেলসেতু পর্যটনের অন্যতম আকর্ষণ হতে চলেছে তা সম্বন্ধে কোন সন্দেহ নেই।
জম্মু-কাশ্মীরের চেনাব নদীর উপর এই রেল সেতু তৈরির কাজ শুরু করা হয়েছিল ২০১৭ সালে। তবে গতবছর লকডাউন এবং করোনা সংক্রমণের কারণে কাজের গতি কিছুটা হলেও মন্থর হয়। আর এই রেলসেতু যে প্রযুক্তিতে তৈরি হচ্ছে তাতে জানা যাচ্ছে রিখটার স্কেলে ৮ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা সহ্য করার ক্ষমতা রয়েছে এই রেল সেতুর।
Infrastructural Marvel in Making: Indian Railways is well on track to achieve another engineering milestone with the steel arch of Chenab bridge reaching at closure position.
It is all set to be the world's highest Railway bridge ? pic.twitter.com/yWS2v6exiP
— Piyush Goyal (@PiyushGoyal) February 25, 2021
[aaroporuntag]
প্রসঙ্গত, ২০০৪ সালে কংগ্রেস সরকারের আমলে এই রেলসেতু নির্মাণের কাজ প্রথম শুরু করা হয়। কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমনটা ভেবে বছর পাঁচেক কাজ চালানোর পরেই তা বন্ধ করে দেয়। আর তারপর থেকেই দীর্ঘ সময় বন্ধ থাকে এই সেতু নির্মাণের কাজ। কিন্তু মোদি সরকার কেন্দ্রে আসার পর এই সেতু পুনরায় নির্মাণের সিদ্ধান্ত নেয়। আর তারই ফলশ্রুতি হিসেবে এই সেতু নির্মাণের কাজ এখন শেষের দিকে।