নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিসেবা। এই পরিষেবার উপর নির্ভর করে প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। তবে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির কারণে রেল পরিষেবা ব্যাহত হয় আর রেল পরিষেবা ব্যাহত হলে হাজার হাজার লক্ষ লক্ষ যাত্রীদের অসুবিধায় পড়তে হয়। এবার এই ধরনের অসুবিধা থেকে যাত্রীদের উদ্ধার করতে বড় উদ্যোগ নিল ভারতীয় রেল (Indian Railways)।
রেল পরিষেবা সাধারণত সারা বছর কোনরকম বাধা বিঘ্ন ছাড়াই চললেও সমস্যা তৈরি হয় শীতকাল এবং বর্ষাকালে। বর্ষার সময় অতিবৃষ্টিতে বহু রুটে ট্রেন বাতিল করতে হয়। তবে তা সাময়িক। কিন্তু শীতের মরশুমে রেল পরিষেবার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় কুয়াশা। ঘন কুয়াশায় সিগন্যালিং ব্যবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে একের পর এক ট্রেন বাতিল করতে হয়, অথবা একের পর এক ট্রেনকে সময়ের অনেক পরে রওনা দিতে হয়।
ট্রেন বাতিল এবং ট্রেন দেরিতে চলার কারণে যাত্রীদের যে ভোগান্তি সইতে হয় তা বলে বোঝানো সম্ভব নয়। অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়ে বের হলেও পারেন না। এমন পরিস্থিতিতে এবার রেলের তরফ থেকে এমন একটি ব্যবস্থা আনা হচ্ছে যাতে ঘন কুয়াশাতেও থমকে থাকবে না ট্রেন। রেলের তরফ থেকে আনা হচ্ছে বিশেষ ফগ পাস (Indian Railways Fog Pass)।
আরও পড়ুন ? Station Retiring Room: স্টেশনে রাত কাটানোর চিন্তা দূর করল রেল! এবার জলের দরে হাজির রাজকীয় রুম
রেলে তরফ থেকে এই যে নতুন ব্যবস্থা অর্থাৎ ফগ পাস ডিভাইস আনা হয়েছে সেটি জিপিএসের মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে ঘন কুয়াশার মধ্যেও লোকোপাইলটদের ট্রেন চালাতে অসুবিধায় পড়তে হবে না। এই ডিভাইস চালকদের সামনে থাকবে এবং একটি স্ক্রিনের মাধ্যমে তারা পাখিপড়ার মতো করে চিনিয়ে দেবে ট্র্যাকের প্রতিটি ইঞ্চি। নতুন এই ডিভাইস সম্পর্কের রেলের আধিকারিকদের তরফ থেকে এমনটাই দাবি হচ্ছে।
এমনিতে লেভেল ক্রসিং কত দূরে? সিগন্যাল পোস্ট কত দূরে? কত গতিতে ট্রেন চালাতে হবে ইত্যাদি বিভিন্ন বিষয় চালকরা রেল লাইনের পাশে থাকা বিভিন্ন বোর্ড দেখে বুঝতে পারেন। কিন্তু ঘন কুয়াশায় সেই সকল বোর্ড দেখতে না পাওয়ার কারণে ট্রেনের গতি কমে যায় অথবা ট্রেন বাতিলও করা হয়। কিন্তু নতুন এই যে ডিভাইসের কথা বলা হচ্ছে সেই ডিভাইসের মাধ্যমে ডিসপ্লের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি মাইকের মাধ্যমে শুনিয়েও দেওয়া হবে। ইতিমধ্যেই এই ধরনের ১৯৭৪২ টি ডিভাইস দেশের বিভিন্ন বিভাগের চালকদের হাতে তুলে দেওয়া হয়েছে।