মিডল বার্থে কতক্ষণ ঘুমানো যাবে, জানিয়ে দিল ভারতীয় রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কথায় আছে ‘Half of the India Travels By Train’ অর্থাৎ অর্ধেক ভারতীয় রেলে যাতায়াত করে থাকেন। তবে এটা শুধু কথায় আছে এমনটা নয়, বাস্তবের ক্ষেত্রেও এই প্রবাদ সমানভাবে প্রযোজ্য। কারণ এই রেল পরিষেবার ওপর নির্ভর করে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে থাকেন।

Advertisements

ভ্রমণের জন্য এক জায়গা থেকে অন্য জায়গা হোক অথবা কাজের জন্য, অধিকাংশ মানুষকেই রেল পরিষেবার ওপর নির্ভর করতে দেখা যায়। অধিকাংশ মানুষ রেল পরিষেবার ওপর নির্ভর করে থাকেন মূলত কয়েকটি কারণে। এই সকল কারণের মধ্যে একটি হল স্বল্প খরচ এবং অন্যটি হলো আরামদায়ক সফর।

Advertisements

তবে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করার সময় অনেক যাত্রীকেই নানান অসুবিধার সম্মুখীন হতে দেখা যায়। যাত্রীদের মধ্যে যারা অসুবিধার মধ্যে পড়েন তাদের মধ্যে একটি অংশ হল মিডিল বার্থে যে সকল যাত্রীরা যাতায়াত করেন। কারণ লোয়ার বার্থে যে সকল যাত্রীরা যাতায়াত করে থাকেন তারা যাতে অনেকক্ষণ নীচের সিটে বসে থাকেন। এর ফলে মিডিল বার্থের যাত্রীদেরও লোয়ার বার্থের যাত্রীর জন্য অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়। এ নিয়ে অনেক সময় বচসাও লক্ষ্য করা যায়।

Advertisements

তবে শুধু লোয়ার বার্থের যাত্রীর জন্য মিডিল বার্থের যাত্রীর অসুবিধা হয়ে থাকে এমনটাও নয়। মিডিল বার্থের যাত্রীর জন্য আবার অনেক সময় লোয়ার বার্থের যাত্রীরও অসুবিধা হয়। কারণ নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর অনেক সময় দেখা যায় মিডিল বার্থের যাত্রী বার্থ খুলে রেখে ঘুমাচ্ছেন। এক্ষেত্রে লোয়ার বার্থের যাত্রীর বসার ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে।

এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, রেলের নিয়ম অনুসারে মিডিল বার্থ এবার রাত্রি ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত খুলে রাখা যাবে। এরপর মিডিল বার্থ খুলে রাখা যাবে না অথবা লোয়ার বার্থের যাত্রী এই সময়ের মধ্যে মিডিল বার্থের যাত্রীকে বার্থ খোলার জন্য বাধা দিতে পারবেন না। পাশাপাশি জানানো হয়েছে এই সময়ের মধ্যে যারা আগেই ট্রেনে চড়েছেন তাদের টিকিট চেকিংয়ের জন্য বিরক্ত করতে পারবে না টিটিই।

Advertisements