১২ বছর ধরে থমকে থাকা ট্রেনের চাকা গড়াতে শুরু করলো এই শহরে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বহু রয়েছে যেগুলিতে একসময় ট্রেন চলাচল করলেও এখন বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে গিয়েছে। সেই রকমই একটি রুট ভারতীয় রেলের তরফ থেকে উদ্যোগ নিয়ে পুনরায় চালু করা হলো। দীর্ঘ ১২ বছর ধরে এই রুটে থমকে ছিল ট্রেনের চাকা। অবশেষে সেই চাকা আবারও গড়াতে শুরু করলো।

Advertisements

দীর্ঘ ১২ বছর ট্রেনের চাকা থমকে থাকার পর তা পুনরায় চলতে শুরু করেছে তামিলনাড়ুর থেনি জেলায়। মাদুরাই থেকে থেনি এই রুটে দীর্ঘ ১২ বছর পর পুনরায় ট্রেন চলাচল শুরু করার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা। গতকাল অর্থাৎ শুক্রবার থেকে এই রুটে পুনরায় পরিষেবা শুরু করে ভারতীয় রেল।

Advertisements

সবচেয়ে মজার বিষয় হলো দীর্ঘ ১২ বছর এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে পুনরায় ট্রেন পরিষেবা শুরু হওয়ার পর এমন অনেকেই রয়েছেন যারা প্রথমবার ট্রেনে চাপতে চলেছেন। স্বাভাবিকভাবেই সেই সকল যাত্রীদের মধ্যে ছিল আলাদা উৎসাহ এবং উদ্দীপনা। ভারতীয় রেলের সার্দান রেলওয়ের তরফ থেকে এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তুলে ধরা হয়েছে।

Advertisements

সার্দান রেল ওয়ের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘প্রথমবারের জন্য যারা ট্রেনে চড়ছে তারা স্বাগত এবং তাদের শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী এই নতুন তৈরি গজ কনভারসন লাইনের উদ্বোধন করেছেন।’

এর পাশাপাশি সার্দান রেলওয়ে এই রুট এবং এখানকার বিভিন্ন মুহূর্ত টুকরো টুকরো করে তুলে ধরা হয়েছে ভিডিও এবং ছবির মাধ্যমে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের জন্য ৭৫ কিলোমিটারের এই গজ লাইনের উদ্বোধন করেন। এই গজ লাইন তামিলনাড়ুর দুটি জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী রুট হিসেবে কাজ করছে। এই লাইন হওয়ার কারণে এক ঘন্টায় দুটি জেলার মধ্যে যাতায়াত করা সম্ভব।

Advertisements