ট্রেন থামে কিন্তু টিকিট মেলে না, ভারতে রয়েছে অবাক করা এই রেলস্টেশন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। দেড়শ কোটি দেশে ট্রেনের ওপর এমন নির্ভরশীলতার কারণে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। দেশে প্রতিদিন এত সংখ্যক মানুষকে সঠিকভাবে পরিষেবা প্রদানের জন্য ভারতে রয়েছে হাজার হাজার রেলস্টেশন। তবে এই সকল রেলস্টেশনের মধ্যে অবাক করা একটি রেলস্টেশন রয়েছে। যেখানে ট্রেন দাঁড়ালেও টিকিট পাওয়া যায় না।

Advertisements

প্রত্যেকেই জানেন যে ট্রেনে চড়ার জন্য টিকিটের প্রয়োজন হয়। কোন যাত্রী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার সময় ধরা পড়লে তাকে মোটা অংকের টাকা জরিমানা করতে হয়। কোটি কোটি যাত্রীদের এই টিকিটের চাহিদা পূরণ করার জন্য প্রায় অধিকাংশ রেল স্টেশনেই রাখা হয়েছে টিকিট কাউন্টার। যে কারণে ভারতের এই রেলস্টেশনটি যেখানে টিকিট পাওয়া যায় না তা সত্যিই অবাক করা।

Advertisements

ভারতের এই রেলস্টেশনটিতে টিকিট না পাওয়ার কারণে যাত্রীদের বিনা টিকিটেই যাত্রা করতে হয়। দেশের এই অদ্ভুত রেলস্টেশনটি হলো দিল্লি-আম্বালা রেল রুটে। এই রুটের এই রেলস্টেশনটিতে ট্রেন থামলেও টিকিট না মেলার কারণে যাত্রীদের সোনিপথ ও পানিপথের দিকে বিনা টিকিটে যাত্রা করতে হয়। এমন রেলস্টেশনটি অবস্থিত সোনিপতে, যার নাম রাজলু গড়ি।

Advertisements

এই রেল স্টেশনে টিকিট না মেলার কারণে যাত্রীরা যে বিনা টিকিটে যাত্রা করলে জরিমানার সম্মুখীন হন না এমন নয়। বরং টিকিট না মেলা এবং জরিমানার সম্মুখীন হওয়ার পরিপ্রেক্ষিতে এক প্রকার নাজেহাল এলাকার বাসিন্দারা। এই রেলস্টেশন থেকে প্রতিদিন প্রায় হাজারের কাছাকাছি যাত্রী যাতায়াত করেন।

তবে প্রশ্ন হল কেন এই রেলস্টেশনে টিকিট পাওয়া যায় না? গত দেড় মাস ধরে এখানে টিকিট বিক্রি বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। কারণ হিসাবে জানা যাচ্ছে, এখানে ভারতীয় রেল সরাসরি টিকিট বিক্রি করে না, বরং একটি সংস্থাকে লিজ হিসাবে দিয়ে টিকিট বিক্রি করে থাকে। সেই লিজ শেষ হয়ে যাওয়ার কারণে এমন পরিস্থিতির সূত্রপাত।

Advertisements