অবিশ্বাস্য কমে দক্ষিণ ভারত ভ্রমণের সুযোগ করে দিল রেল, রইলো যোগাযোগ নম্বর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড হল রেল পরিষেবা। প্রতিদিন ভারতীয় রেল কোটি কোটি মানুষকে পরিষেবা প্রদান করে থাকার পাশাপাশি এবার তারা বিনোদনমূলক ভ্রমণের ব্যবস্থা করছে। এই সকল ভ্রমণ তুলনামূলক অনেক কম খরচে যাত্রীদের দেওয়া হচ্ছে। সেইরকমই অবিশ্বাস্য কম দক্ষিণ ভারত ভ্রমণের সুযোগ করে দিল ভারতীয় রেল।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে আগামী ২১ জুন শ্রী রামায়ণ যাত্রা নামে ট্রেনের সফর শুরু করা হবে। ওই একই সময়ে আরও একটি বিশেষ ট্রেন যাত্রা শুরু করবে যার নাম হল স্বদেশ দর্শন যাত্রা। এই ট্রেনের মাধ্যমেই দক্ষিণ ভারত ভ্রমণের সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেল।

Advertisements

আগামী ২২ জুন এই বিশেষ ট্রেনটি যাত্রা শুরু করবে শীকর রেলস্টেশন থেকে। এই ট্রেনে মোট ৯ রাত ১০ দিনের ট্যুর রয়েছে। যাত্রাকালে এই ট্রেনটি মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী, তিরুপতি, মল্লিকার্জুনের মতো দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখাবে। এই ট্রেনটি জয়পুর, সাওয়াই, মাধোপুর, কোটার মত স্টেশনে দাঁড়াবে।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, খুব অল্প খরচে দক্ষিণ ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ মিলবে এই যাত্রাকালে। প্যাকেজের মধ্যে রয়েছে তিন বেলা খাবার, রাতে বিভিন্ন ধর্মশালায় থাকার ব্যবস্থা। এসবের জন্য আলাদা করে আর কোনো খরচ করতে হবে না যাত্রীদের। এমনকি স্টেশন থেকে ধর্মশালা পৌঁছে দেবে বাস।

ভারতীয় রেলের তরফ থেকে জানা যাচ্ছে এই সম্পূর্ণ প্যাকেজের জন্য মাথাপিছু যাত্রীদের খরচ হবে ১৭ হাজার ৩৭০ টাকা। যাত্রার জন্য স্লিপার ক্লাসে কনফার্ম টিকিট পাওয়া যাবে। এই সফর সংক্রান্ত আরও তথ্য জানার জন্য যাত্রীদের যোগাযোগ করতে হবে ৮৫৯৫৯৩০৯৯৮ ও ৯০০১০৯৪৭০৫ হোয়াটসঅ্যাপ নম্বরে। পাশাপাশি এই সফরে যাত্রী নিরাপত্তা এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সমস্ত রকম ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে।

Advertisements