ট্রেনে চেন টানার আগে এই সকল নিয়ম জানেন তো, না জানলে জরিমানা, জেল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের (Train) উপর নির্ভর করে দেশের অধিকাংশ মানুষকেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দেখা যায়। যে কারণে রেল পরিষেবাকে (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। স্বাচ্ছন্দ এবং কম সময়ে যাতায়াত করতে পারার কারণে রেল পরিষেবাকেই বেছে নেন অধিকাংশ যাত্রী। তবে ট্রেনে ভ্রমণ করা এবং ট্রেনের জিনিসপত্র ব্যবহার করার ক্ষেত্রে যাত্রীদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই সকল নিয়ম লঙ্ঘন করলে হতে পারে জরিমানা অথবা জেল।

ট্রেনে জরুরি ভিত্তিতে যে সকল জিনিস ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে একটি হল চেন (Train chain pull rules)। খুব দরকার হলেই চেন টেনে ট্রেন দাঁড় করানো হয়। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় ইচ্ছাকৃতভাবে বহু যাত্রীকে চেন টেনে ট্রেন দাঁড় করাতে। ট্রেনে জরুরী ব্যবহারের জন্য থাকা চেন টানার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু নিয়ম এবং সেই সকল নিয়ম বাধ্যতামূলকভাবে মানতে হয় যাত্রীদের।

জরুরি অ্যালার্ম চেন প্রতিটি কামরাতেই দেওয়া হয়ে থাকে। তবে প্রয়োজন ছাড়া চেন টানা হলে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়। ট্রেনে যাত্রা করার সময় এই অপরাধ করলেই যাত্রীদের জরিমানার সম্মুখীন হতে হয় আবার কখনো কখনো জেল। কোন কোন ক্ষেত্রে দুটি শাস্তিই দেওয়া হয়ে থাকে যাত্রীদের।

১৯৮৯-এর ১৪১ ধারায় বলা আছে যদি কোন ব্যক্তি অর্থাৎ যাত্রী কোনরকম কারণ ছাড়া জরুরী অ্যালার্ম চেন টানেন তাহলে তাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। এছাড়াও ওই ব্যক্তির এক বছর পর্যন্ত জেল হতে পারে। তবে চেন টানার জন্য যদি সঠিক কারণ থাকে তাহলে কোনভাবেই এই সকল শাস্তির সম্মুখীন হতে হবে না যাত্রীদের।

ট্রেনে আগুন লাগলে চেন টানা যেতে পারে। কোন বৃদ্ধ অথবা অক্ষম ব্যক্তি ট্রেনে চড়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হন এবং ট্রেন ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে চেন টানা যেতে পারে। যদি কারো সন্তান স্টেশনে থেকে যায় এবং ট্রেন ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে চেন টানা যেতে পারে। কোন যাত্রীর অসুস্থতা এবং চুরির ঘটনায় চেন টানা যায়।