নিজস্ব প্রতিবেদন : লকডাউন চলাকালীন ভারতীয় রেলের তরফ থেকে দূরপাল্লার ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, মেল অথবা লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখলেও দেশের নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ২৩০টি ট্রেন দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে চালানোর সিদ্ধান্ত নেয়। আর এর পাশাপাশি চাহিদা বাড়তে থাকায় নতুন করে আরও ৮০ টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এই সকল ট্রেনগুলির টিকিট বিক্রি শুরু হয়ে গেল ১০ তারিখ থেকে। তবে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি মানার কথা বলা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে।
১) নতুন করে ভারতীয় রেলের তরফ থেকে যে ৮০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ট্রেনগুলির আসন সম্পূর্ণ সংরক্ষিত থাকবে। কেবলমাত্র নিশ্চিত টিকিট থাকা যাত্রীরাই ভ্রমণ করার অনুমতি পাবেন।
২) এই ট্রেনগুলিতে সংরক্ষিত আসনের টিকিট করতে যাত্রীদের অনলাইন এবং অফলাইন দুই ভাবেই টিকিট কাটার সুযোগ রয়েছে। অনলাইনে টিকিট করা যাবে একমাত্র আইআরসিটিসি (IRCTC) অফিশিয়াল ওয়েবসাইট থেকে। আর অফলাইনে টিকিট করা যাবে বর্তমানে সেই সকল স্টেশনগুলিতে যেখানে রিজার্ভেশন টিকিট করা হচ্ছে।
তবে বর্তমান করোনা অতিমারির কথা মাথায় রেখে যাত্রীদের অনলাইনে টিকিট বুক করা টাই বেশি সুরক্ষিত বলে মনে করছে ভারতীয় রেল থেকে শুরু করে বিশেষজ্ঞরা।
অন্যদিকে এইসকল ট্রেনগুলিতে ভ্রমণ করাকালীন বেশকিছু গাইডলাইন মেনে চলতে হবে যাত্রীদের। যেমন নিশ্চিত টিকিট থাকলেই যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে। যাত্রা শুরুর ৯০ মিনিট আগে যাত্রীদের স্টেশনে পৌঁছাতে হবে এবং থার্মাল স্ক্রীনিং করিয়ে নিতে হবে। রেল যাত্রাকালীন প্রতিটি যাত্রীকে আরোগ্য সেতু অ্যাপ নিজেদের স্মার্টফোনে ইনস্টল করে রাখতে হবে। উপসর্গহীন যাত্রীবাহী ট্রেনে চড়ার সুযোগ পাবেন। যাত্রাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বর্তমানে ভারতীয় রেলের তরফ থেকে ট্রেনে কম্বল, চাদর, পর্দা সরবরাহ করা হবে না। মাস্ক ব্যবহার করাটা আবশ্যিক।
ভারতীয় রেলের তরফ থেকে নতুন করে যে ৮০টি ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চালানো হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছে ৬ টি ট্রেন। যে গুলি হল :
হাওড়া থেকে তিরুচিরাপল্লি এক্সপ্রেস চলবে বৃহস্পতিবার ও শনিবার এবং তিরুচিরাপল্লি থেকে হাওড়া এক্সপ্রেস। চলবে প্রতি মঙ্গলবার ও শুক্রবার।
হাওড়া থেকে ইন্দোর এক্সপ্রেস চলবে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার এবং ইন্দোর থেকে হাওড়া এক্সপ্রেস। চলবে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার।
লালগড় থেকে ডিব্রুগড় এক্সপ্রেস এবং ডিব্রুগড় থেকে লালগড় এক্সপ্রেস। এটি প্রতিদিন চলবে।