Maintenance Indian Railways: ট্রেনের রক্ষণাবেক্ষণ নিয়ে চিন্তার দিন শেষ! এবার বলে দেবে কিউআর কোড

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) পরিষেবা দিন দিন একের পর এক যুগান্তকারী অধ্যায় লিখে চলেছে। রেল পরিষেবায় এমন সব যুগান্তকারী পদক্ষেপ গত ১০ বছরে ব্যাপকভাবে নজরে এসেছে। যুগান্তকারী সেই সকল পদক্ষেপের মধ্যেই এবার এমন একটি পদক্ষেপ নেওয়া হলো, যার মধ্য দিয়ে ট্রেনের রক্ষণাবেক্ষণ (Maintenance Indian Railways) নিয়ে কোন প্রশ্ন উঠবে না।

যেকোনো ট্রেনের রেকের রক্ষণাবেক্ষণ কতটা জরুরী তা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কেননা এক একটি ট্রেনে হাজার হাজার যাত্রী সফর করে থাকেন। যে কারণে ওই সকল যাত্রীদের নিরাপত্তার জন্য সময় মত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। আর এই বিষয়টি জানার জন্যই এবার চালু হচ্ছে কিউআর কোড। যে কিউআর কোড বলে দেবে কবে রেকের রক্ষণাবেক্ষণ হয়েছে। আর তার ভিত্তিতে কবে রক্ষণাবেক্ষণ জরুরী সেই হিসেবে কাজ করা হবে।

কাঁচরাপাড়া ওয়ার্কশপের হাত ধরেই এমন যুগান্তকারী পরিবর্তন দেশের সমস্ত লোকাল ট্রেনে আসতে চলেছে বলেই জানা যাচ্ছে। নতুন এই ব্যবস্থার ফলে লোকাল ট্রেনের লোকো পাইলট, মোটরম্যান, গার্ড ট্রেনের মধ্যে থাকা কিউআর কোড স্ক্যান করেই বুঝে নিতে পারবেন কবে ট্রেনের কোন যন্ত্রের রক্ষণাবেক্ষণ হয়েছে। আর তা দেখে সময় মত রক্ষণাবেক্ষণের বিষয়ে তারা জানাতে পারবেন।

আরও পড়ুন ? Train AC Temperature: ট্রেনের এসি কামরায় কত থাকে টেম্পারেচার! না জানলে জেনে নিন

প্রায় দেড় হাজার যাত্রীদের নিয়ে যখন একজন লোকো পাইলট, মোটর ম্যান বা গার্ড ট্রেন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা ছুটে যান তখন তাদের মনে বারবার ঘুরতে থাকে সমস্ত যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে কিনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক ক্ষেত্রেই তাদের মানসিকভাবে অস্বস্তির মধ্যে থাকতে দেখা যায়। নতুন এই ব্যবস্থার ফলে এবার অন্ততপক্ষে সেই মানসিক অস্বস্তি দূর হয়ে নিশ্চিন্তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেন চালানো যাবে।

নতুন এই ব্যবস্থাকে রেল কর্তাদের তরফ থেকে যুগান্তকারী ব্যবস্থা বলেই আখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি এই ব্যবস্থার ফলে রেলওয়ের অপারেশন কাজ আরও অনেক মসৃণ হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এই ব্যবস্থার ফলে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গাফিলতি অথবা টেকনিক্যাল কোন সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। রক্ষণাবেক্ষণের কাজ কবে হয়েছে এই বিষয়টি সহজেই জানা গেলে অন্ততপক্ষে ট্রেন যাত্রা আরও নিরাপদ হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।