ভারতীয় রেলে যুক্ত হলো স্মার্ট কোচ, কি কি সুবিধা রয়েছে এই কোচে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের গণমাধ্যমের অন্যতম মেরুদন্ড রেল পরিষেবাকে ভারত সরকার প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টায় রয়েছে। বছরের বিভিন্ন সময়ে এই রেল পরিষেবায় নানান প্রযুক্তি যুক্ত করা হচ্ছে পরিষেবাকে আরও উন্নততর করে তোলার জন্য। এই সকল পরিষেবার মধ্যেই এবার ভারতীয় রেলওয়ে যুক্ত হলো স্মার্ট কোচ।

Advertisements

ইতিমধ্যেই যেসকল ট্রেনে এই স্মার্ট কোচ লাগানো হয়েছে সেই সকল স্মার্ট কোচ সম্পর্কে ভারতীয় রেলের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষা এবং আরামের বিষয়টি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এই সকল কোচে থাকছে জিএসএম নেটওয়ার্ক, সিসিটিভি রেকর্ডিং, শৌচাগারের গন্ধ রুখতে বিশেষ সেনসর, প্যানিক সুইচ, ফায়ার অ্যালার্ম, এনার্জি মিটার, এয়ার কোয়ালিটি ও চোক ফিলটার সেন্সর ইত্যাদি।

Advertisements

সুরক্ষার দিক দিয়ে এই কোচ অন্যান্য কোচের তুলনায় অনেকটাই আলাদা বলে জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। প্রতিটি কোচে লাইভ রেকর্ডিং করার জন্য থাকছে ৬টি করে সিসি ক্যামেরা। এমনকি কম আলোতেও মুখ চিন্নিত করা যাবে এমন ক্যামেরা লাগানো হয়েছে এই সকল কোচে।

Advertisements

কোচের মূল দরজা থাকবে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণাধীন। সমস্ত দরজা বন্ধ না হওয়া পর্যন্ত ট্রেন চলবে না। এমনকি আগুন লাগলে অটোমেটিক ফায়ার অ্যালার্ম বেজে উঠবে। যাত্রীদের বগি ছাড়াও প্যান্ট্রি ও পাওয়ার বগিতেও এই সকল ব্যবস্থা রাখা হয়েছে।

ইতিমধ্যেই এই সকল স্মার্ট কোচ একাধিক ট্রেনে যুক্ত করা হয়েছে। সম্প্রতি এই কোচ যুক্ত করা হয়েছে মুম্বই-নিজামুদ্দিন অগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেসের সঙ্গে। এটি চতুর্থ রাজধানী এক্সপ্রেস যাতে এই ধরনের কোচ সংযুক্ত করা হলো।

Advertisements