শতাব্দি এক্সপ্রেসে জুড়লো নয়া কোচ, খুশির হাওয়া যাত্রীদের মধ্যে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। দূর পাল্লা হোক অথবা কাছে, খরচ কম এবং স্বাচ্ছন্দের দিকে তাকিয়ে ট্রেনকেই বেছে নিতে দেখা যায় যাত্রীদের। পাশাপাশি ভারতীয় রেলের তরফ থেকেও যাত্রীদের স্বাচ্ছন্দ নিয়ে বরাবর চিন্তিত থাকতে দেখা যায়। এসবের পরিপ্রেক্ষিতেই নতুন নতুন পরিষেবা যাত্রীদের সামনে তুলে ধরা হয়।

Advertisements

সেই রকমই এবার ভারতীয় রেলের তরফ থেকে নতুন এক উপহার দেওয়া হল রেল যাত্রীদের। সেই সকল রেলযাত্রীদের এই উপহার দেওয়া হয়েছে যারা মূলত শতাব্দি এক্সপ্রেসে যাতায়াত করে থাকেন। ভারতীয় রেলের এই পদক্ষেপের ফলে শতাব্দি এক্সপ্রেসে যাতায়াতকারী যাত্রীদের সফল আরও আনন্দদায়ক এবং রোমাঞ্চকর হবে।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে সেন্ট্রাল রেলওয়ে জোন সম্প্রতি শতাব্দি এক্সপ্রেসে ভিস্তাডোম কোচ চালু করা হয়েছে। যে শতাব্দি এক্সপ্রেসের সঙ্গে এই ভিস্তাডোম কোচ সংযুক্ত করা হয়েছে সেই ট্রেনটি হল 12026/12025 পুনে-সেকেন্দ্রাবাদ-পুনে শতাব্দী এক্সপ্রেস। আগামী দিনে অন্যান্য শতাব্দী এক্সপ্রেসগুলিতেও এই ধরনের কোচ সংযুক্ত করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisements

শতাব্দী এক্সপ্রেসের এমন ভিস্তাডোম কোচ পেয়ে খুশি যাত্রীরা। যাত্রীদের অনেকেই দাবি করেছেন অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ভারতীয় রেল। তবে শতাব্দী এক্সপ্রেস ছাড়াও আগামী দিনে আরও অন্যান্য বেশ কিছু এক্সপ্রেস ট্রেনে এই ধরনের কোচ চালু করার বিষয়ে চিন্তাভাবনা করছে ভারতীয় রেল বলেও জানা যাচ্ছে। বিশেষ করে সেই সকল রুটের ট্রেনগুলিতে এমন কোচ লাগানো হবে যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্ব রয়েছে।

ভিস্তাডোম কোচের উপরে কাঁচ এবং জানলা বেশ চওড়া থাকার কারণে পর্যটকরা বাইরের দৃশ্য খুব সুন্দর ভাবে দেখতে পান। এছাড়াও ৩৬০ ডিগ্রী ভিউ থাকার কারণে এই ধরনের কোচে যাত্রা করার ক্ষেত্রে আলাদা মাধুর্য এনে দেয়।

Advertisements