মাত্র ৭০০০ টাকা দিলেই নিশ্চিত! থাকা, খাওয়া সব রেলের! বৈষ্ণোদেবী দর্শনের বড় সুযোগ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ঘুরতে যেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তবে সবার পক্ষে এই ঘুরতে যাওয়ার সম্ভব হয়না বিভিন্ন কারণে। এর মধ্যে একটি বড় কারণ হলো অর্থ। তা না কোথাও ঘুরতে গেলে যাতায়াত থেকে শুরু করে থাকা খাওয়া সব কিছুর জন্য বিপুল টাকার খরচ হয়ে থাকে। তবে এই ধরনের খরচ থেকে পর্যটকদের রক্ষা করার জন্য রেলের (Indian Railways) তরফ থেকে আইআরসিটিসির (IRCTC) মাধ্যমে বিভিন্ন ট্যুর প্যাকেজ (Tour Package) আনা হচ্ছে।

ঠিক সেই রকমই রেলের তরফ থেকে সম্প্রতি এমন একটি ট্যুর প্যাকেজ আনা হয়েছে যাতে মাত্র ৭ হাজার টাকার কমেও ঘুরে আসা যাবে বৈষ্ণোদেবী (vaishno devi travel package)। কেবলমাত্র এই টাকা দিলেই আর কোন চিন্তা নেই। কারণ এই টাকার মধ্যেই রয়েছে যাতায়াত থেকে শুরু করে হোটেল খাওয়া-দাওয়া সব কিছু। সুতরাং ভারতীয় রেলের তরফ থেকে এই উদ্যোগ বহু পুণ্যার্থীদের বৈষ্ণোদেবী দর্শন পূরণ করবে।

আইআরসিটিসি বৈষ্ণোদেবী দর্শনের জন্য এই ধরনের ট্যুর প্রায়সই করে থাকে। সম্প্রতি একটি যাত্রা শুরু হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। irctc এর তরফ থেকে এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে বৈষ্ণোদেবী ট্রাভেল প্যাকেজ। এই ধরনের প্যাকেজের ক্ষেত্রে যত বেশি জন যাওয়া যায় তত খরচ কম হয়। স্বাভাবিকভাবে আইআরসিটিসির এই বৈষ্ণোদেবী ট্রাভেল প্যাকেজ একসঙ্গে চার জন বুকিং করলে খরচ কম হচ্ছে।

যদি চারজন একসঙ্গে এই প্যাকেজ বুক করেন তাহলে তাদের প্রত্যেককে মাথাপিছু লাগবে ৬৭৯৫ টাকা। দুজন বুক করলে লাগবে মাথাপিছু ৭৮৫৫ টাকা। যদি কেউ একা এই ট্যুর প্যাকেজ বুকিং করেন তাহলে তাকে দিতে হবে ১০৩৯৫ টাকা। এই প্যাকেজে যাত্রীদের নিয়ে যাওয়া হবে রাজধানী এক্সপ্রেসের থার্ড এসি কামরায়। এছাড়াও বাচ্চাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। ৫ থেকে ১১ বছর বয়সি বাচ্চারা যদি বিছানা নেন তাহলে মাথাপিছু দিতে হবে ৬১৬০ টাকা। যদি বিছানা না নেন তাহলে মাথাপিছু দিতে হবে ৫১৪৫ টাকা।

বৈষ্ণোদেবী দর্শনের এই স্পেশাল ট্রেনটি দিল্লি থেকে রাত ৮:৪০ নাগাদ রওনা দেবে। পরদিন ভোর ৫ টায় গন্তব্যে পৌঁছাবে ট্রেনটি। এরপর সকালে হোটেলে পৌঁছে জল খাবার দেওয়া হবে আর তারপর তাদের নিয়ে যাওয়া হবে বানগঙ্গায়। সেখান থেকে শুরু হবে বৈষ্ণোদেবী যাত্রা। তৃতীয় দিনে যাত্রীরা পৌঁছাবেন কাটরা। সেখানে দুপুরের খাবার খেয়ে দর্শন করানো হবে মাতা রানীর। এরপর দিল্লি ফিরে আসা। এই প্যাকেজ মোট তিন রাত ও চার দিনের।