নেতাজির নামে ট্রেন, নয়া সিদ্ধান্ত রেল মন্ত্রকের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। ২৩ শে জানুয়ারি দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসাবে আগেই ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে আরও একাধিক ক্ষেত্রে নামকরণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। আর এমত মুহূর্তেই জানা গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামকরণ হতে চলেছে একটি এক্সপ্রেস ট্রেনের।

Advertisements

Advertisements

নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এক্সপ্রেস ট্রেনের নাম করণের বিষয়ে মঙ্গলবার রেল মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। এরপর বুধবার এই বিষয়ে টুইট করে সকলকে জ্ঞাত করা হয় রেল মন্ত্রকের তরফ থেকে। রেলের তরফ থেকে এই টুইট করে বলা হয়, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর পরাক্রম ভারতকে স্বাধীনতা এবং উন্নয়নের এক্সপ্রেস রুটে এনেছিল।’

Advertisements

রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, ১২৩১১/১২৩১২ হাওড়া কালকা এক্সপ্রেসের নাম পরিবর্তন করা হচ্ছে। আর এই ট্রেনের নাম হতে চলেছে ‘নেতাজি এক্সপ্রেস।’

জানা গিয়েছে, পরাক্রম দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার কয়েকজন শিল্পীদের নিয়ে তৈরি একটি ট্যাবলো থাকছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠান উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতাতেই থাকবেন। পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে যে ছবিটি তৈরি করেছে সেই কমিটির অন্যতম সদস্য অমিত শাহ দেখা করবেন আজাদ হিন্দ ফৌজ বাহিনীর সদস্যদের সাথে।

Advertisements