নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Train) চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। ট্রেনে চড়ে যাতায়াত করার ক্ষেত্রে বড় সংখ্যার মানুষ জেনারেল কামরায় যাতায়াত করেন। জেনারেল কামরায় যাতায়াত করা এই সকল যাত্রীদের অধিকাংশই আর্থিকভাবে পিছিয়ে থাকা যাত্রী, অল্প সংখ্যক যাত্রী সংরক্ষিত কামরার টিকিট না পেয়ে জেনারেল কামরায় যাতায়াত করেন। এই সকল জেনারেল কামরার যাত্রীদের জন্য এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল (Indian Railways)।
দূরপাল্লার অধিকাংশ ট্রেনেই বর্তমানে প্যান্টি কারের ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থার ফলে যাতায়াতের সময় এসি এবং স্লিপারস কোচের যাত্রীরা নিজেদের অর্ডার মতো খাবার পেয়ে থাকেন। কিন্তু জেনারেল কোচে যে সকল যাত্রীরা যাতায়াত করে থাকেন তারা এই সুবিধা পান না। যে কারণে জেনারেল কোচের যাত্রীদের কোন স্টেশনে ট্রেন থামলেই ছোটাছুটি করতে হয় খাবারের জন্য। এবার এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে রেল নিয়ে এলো ইকোনমি মিল।
আপাতত রেলের তরফ থেকে নর্থ ওয়েস্ট রেলওয়ের উদয়পুর, আজমির এবং আবু রোড স্টেশনে এমন পরিষেবা চালু করা হয়েছে। এই সকল স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এমন ব্যবস্থা চালু করা হয়েছে। যেখানে খুবই অল্প দামে খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে রেলের তরফ থেকে। এই সকল ইকোনমি মিল কাউন্টারগুলি করা হয়েছে ঠিক সেই জায়গায় যেখানে জেনারেল কোচ এসে দাঁড়ায়।
রেলের এই নতুন পদক্ষেপের ফলে জেনারেল কামরায় যে সকল যাত্রীরা যাতায়াত করে থাকেন তাদের অন্ততপক্ষে আর খাবারের জন্য ছোটাছুটি করতে হবে না। খুব সহজেই এই সকল কাউন্টার থেকে তারা খাবার সংগ্রহ করতে পারবেন। সহজে খাবার সংগ্রহ করার পাশাপাশি মিলবে অনেক সস্তায়। ইকোনমি মিলে কি কি দেওয়া হচ্ছে চলুন দেখে নেওয়া যাক।
২০ টাকার ইকোনমি মিলে পাওয়া যাবে সাতটি পুরি, আলু সবজি এবং আচার। আগামী দিনে এই সকল স্টল থেকে পাওয়া যাবে স্নাক্স অথবা কম্বো খাবার (৩৫০ গ্রাম)। এর জন্য দাম নেওয়া হবে মাত্র ৫০ টাকা। রাজমা-চাল, খিচুড়ি, ছোলা-বাটুরে, দোসা ইত্যাদি দেওয়া হবে কম্বো খাবারে। যাত্রীদের জন্য ২০০ মিমি প্যাকেজ করা জল দেওয়া হবে ৩ টাকায়।