নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরেই রাজধানী এক্সপ্রেস সহ ইন্টারসিটি এবং শতাব্দী এক্সপ্রেস নিয়ে একটি খবর জানা যাচ্ছিল। এই সকল ট্রেন নিয়ে যে খবর ছড়িয়েছিল সেই খবরের উপরেই সিলমোহর পড়লো রেলের। রেলের এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের সফর বদলে যাবে। আগের তুলনায় অনেক স্বাচ্ছন্দে আরামদায়কভাবে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং ইন্টারসিটি এক্সপ্রেসের মত ট্রেনগুলিকে ভারতীয় রেল বসিয়ে দিতে চলেছে। এই যে খবর ছড়িয়ে পড়েছিল সেই খবরে এবার খোদ সিলমোহর দিলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে এই সকল ট্রেন বসিয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।
রাজধানী এক্সপ্রেস বসিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে কিছু তথ্য পাওয়া না গেলেও শতাব্দি, জনশতাব্দী এবং ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনগুলিকে বসিয়ে, তার পরিবর্তে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ট্র্যাকে দৌড়ানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। অর্থাৎ ওই সকল ট্রেনগুলির জায়গায় replace করে আনা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। রেলের এই পরিকল্পনা এই সকল ট্রেনে যাত্রীদের মুখে মুচকি হাসি ফুটিয়েছে।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ভারতীয় রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এই সকল ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সফর মুহূর্তে বদলে যাবে। আগের তুলনায় অনেক আরামদায়ক ভাবে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এছাড়াও দ্রুত গতি সম্পন্ন সেমি হাই স্পিড ট্রেন ট্র্যাকে দৌড়ালে আগের তুলনায় অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল বন্দে ভারত এক্সপ্রেস প্রকল্প। আগামী ২০২৩ সালের ১৫ আগস্টের মধ্যে এই প্রকল্পের আওতায় দেশে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ট্র্যাকে নামানোর পরিকল্পনা রয়েছে রেলওয়ে বোর্ডের। সেই অনুযায়ী কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি তা বাস্তবায়িত হবে বলেও জানা যাচ্ছে।