বন্দে ভারত অতীত! আসছে বুলেট ট্রেন, জানা গেল ছুটবে কোন রুটে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন ১০ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশন থেকে গন্তব্যের দিকে রওনা দেয়। এই সকল ট্রেনের উপর ভর করেই দেশের লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। স্বাভাবিক কারণেই ভারতীয় রেল (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

দেশের মানুষদের কাছে যেমন রেল পরিষেবা গণ পরিবহনের লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই রকমই ভারতীয় রেলের তরফ থেকেও একের পর এক উপহার দেওয়া হচ্ছে ভারতীয় নাগরিকদের। উপহারের এই তালিকায় প্রথমেই নাম উঠেছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। তবে এই বন্দে ভারত এক্সপ্রেসও অতীত হতে চলেছে, কারণ দেশ দাপাতে আসছে বুলেট ট্রেন (Bullet Train)।

Advertisements

ভারত এবং জাপানের যৌথ উদ্যোগে ভারতে পথচলা শুরু করতে চলেছে বুলেট ট্রেন প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন কোনায় থাকা শহরগুলিকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জুড়ে দেওয়া। বুলেট ট্রেন চালু হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন যাত্রীরা।

Advertisements

ভারতে প্রথম যে রুটে বুলেট ট্রেন ছুটবে সেই রুটটি হল মুম্বাই-আমেদাবাদ। এই দুটি শহরের মধ্যে বর্তমানে যাতায়াতের ক্ষেত্রে ৭ ঘন্টা সময় লাগলেও বুলেট ট্রেন চালু হওয়ার পর সময় লাগবে মাত্র ২ ঘন্টা। এমন স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত করার জন্য এখনো পর্যন্ত ১.০৮ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যাচ্ছে। আরও উল্লেখযোগ্য বিষয় হল এই প্রকল্পে ৭ কিলোমিটার রেললাইন থাকবে সমুদ্রের তলায়। থাকবে ২১ কিলোমিটার টানেল।

আন্ডারওয়াটার এই টানেলটি মুম্বাই ও আমেদাবাদ শহরের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে সময় কমাবে অন্ততপক্ষে আধ ঘন্টা। ভারতের মাটিতে এমন বুলেট ট্রেন প্রকল্প যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এর পাশাপাশি আশা করা হচ্ছে এই প্রকল্প ২০২৪ সালের মধ্যেই শেষ হয়ে যাবে।

Advertisements