নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবার বিকল্প হিসাবে আজ পর্যন্ত ভারতে কোন পরিষেবা চালু হয়নি। যে কারণে রেল পরিষেবার উপর ভর করেই প্রতিদিন কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করে থাকেন। এবার এই গুরুত্বপূর্ণ পরিষেবায় বাংলার জন্য নতুন একটি সুখবর দিল ভারতীয় রেল (Indian Railways)।
দেশের মানুষদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেল সারা বছরই কোন না কোন কাজ চালাচ্ছে। ঠিক সেই রকমই দেশের পাশাপাশি বাংলার বুকেও বিভিন্ন প্রকল্প চলছে তাদের। সেই সকল প্রকল্পের মধ্যে একটি প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল। তবে সেই প্রকল্প ফের চালু (Railway Project Resumption) করার বিষয়ে সবুজ সংকেত মিলেছে আর সেই সবুজ সংকেত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আশা যোগাচ্ছে।
বন্ধ হয়ে যাওয়া যে রেল প্রকল্পের কথা বলা হচ্ছে সেই রেল প্রকল্প হলো বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ রেল প্রকল্প। পুনরায় এই রেল প্রকল্প চালু হওয়ার বিষয়ে সবুজ সংকেত উত্তর ও দক্ষিণে দুই দিনাজপুরের জেলার বাসিন্দাদের জন্যই খুশির খবর। এই রেল প্রকল্পের জন্য রেলের তরফ থেকে অনুমতি দেওয়া হলেও তা থমকে গিয়েছিল। অবশেষে আলোচনা পর্যালোচনা ইত্যাদির পর সেই প্রকল্প পুনরায় চালু করার সবুজ সংকেত দেওয়া হয়েছে।
বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ রেল প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হলো জমিজট। তবে সেই জমির জট যাতে দ্রুত মেটানো যায় তার জন্য সব পক্ষ আলোচনা শুরু করে। আর শেষমেষ পুনরায় এই প্রকল্প চালু করার সবুজ সংকেত পাওয়া যায়। আরও বড় বিষয় হল বুনিয়াদপুরে রেলের জমিতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করাও হবে।
এই রেল প্রকল্পের জট মিটে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই অর্থ বরাদ্দ করা হবে এবং সমীক্ষার কাজ শুরু করা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি রেলের জমিতে স্টেডিয়াম তৈরির কাজও শুরু করা হবে। বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত ৩৩.১৩ কিলোমিটার রেল লাইন প্রকল্পের কাজ পুনরায় শুরু হলে এই দুই এলাকার পাশাপাশি দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় আরও উন্নতি হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এখন শুধু অপেক্ষা কবে কাজ শুরু হয়।