নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ। মৌসম ভবনের তরফ থেকে সমস্ত রকম সংশয় দূর করে এমনই বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও এই বার্তা পেয়ে সমস্ত রকম সর্তকতা অবলম্বন করা হচ্ছে। অন্যদিকে আশঙ্কা তৈরি হয়েছে ঘূর্ণিঝড় যশের ক্ষমতা নিয়ে। মনে করা হচ্ছে ভয়ঙ্কর রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড়। আর এরই পরিপ্রেক্ষিতে আগেভাগে ৭৪টি ট্রেন বাতিল করলো রেল দপ্তর। দক্ষিণ-পূর্ব শাখায় এই সকল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অফিসের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাব সোমবার থেকে পড়তে শুরু করবে। মঙ্গলবার থেকে শুরু হতে পারে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত। বুধবার এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে। সরকারের তরফ থেকে ইতিমধ্যে শুকনো খাবার, ত্রিপল প্রস্তুত রাখা হয়েছে এবং উদ্ধার কার্যের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকেও এই ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি বৈঠক করা হয়েছে। আর এই পরিস্থিতির দিকে তাকিয়েই দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এই বিপুলসংখ্যক ট্রেন বাতিল রাখার।
বাতিল ট্রেনের তালিকা
[aaroporuntag]
প্রসঙ্গত, রেলের তরফ থেকে আরও সর্তকতা হিসাবে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল জায়গায় ট্রেন দাঁড় করিয়ে রাখা হবে সেখানে ট্রেনের চাকায় শিকল-বাঁধা হবে যাতে করে দাঁড়িয়ে থাকা ট্রেনেও কোনো ক্ষয়ক্ষতি না হয়।