নিজস্ব প্রতিবেদন : আগামী সপ্তাহেই রয়েছে হোলি এবং দোল উৎসব। হোলি এবং দোল উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় উৎসবে মুখর হতে দেখা যায় নাগরিকদের। এই উৎসব পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি রমরমা দেখা যায় উত্তর ভারতের রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গেও সাড়ম্বরে পালিত হয় হোলি এবং দোল উৎসব। আর এর ফলে কিছুটা হলেও প্রভাব পড়ে গণপরিবহনের ক্ষেত্রে।
গণপরিবহনের মেরুদন্ড হিসেবে ধরা হয়ে থাকে ভারতীয় রেলকে (Indian Railways)। গণপরিবহনের প্রভাবের ক্ষেত্রে রেল পরিষেবাতেও বড় ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। সেই মতো প্রতিবছরের মতো এই বছরও হোলির আগে প্রচুর ট্রেন বাতিল (Trains Cancelled) করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। কেবলমাত্র ইস্টার্ন জোনে ৪০০টির কাছাকাছি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।
যে সকল ট্রেন বাতিল করা হয়েছে সেই সকল ট্রেনগুলি মূলত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের উপর দিয়ে যাতায়াত করে। এছাড়াও পাঞ্জাব এবং দিল্লির উপর দিয়ে যাতায়াত করে এরকমও বেশ কিছু ট্রেন বাতিলের তালিকায় যুক্ত হয়েছে। আবার বেশকিছু ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করাও হয়েছে।
বাতিল হওয়া ট্রেনগুলির তালিকায় রয়েছে বারৌনি থেকে নয়াদিল্লিগামী, হাওড়া থেকে জবলপুর গামী এক্সপ্রেস, লখনউ থেকে পাটলিপুত্রগামী ট্রেন, আনন্দ বিহার থেকে গোরক্ষপুর যাওয়া হামসফর এক্সপ্রেস, হাতিয়া থেকে আনন্দ বিহার যাওয়া ঝাড়খণ্ড এক্সপ্রেস, গোরক্ষপুর ও ছাপরার মধ্যে চলাচলকারী বিশেষ এক্সপ্রেস ট্রেন, চণ্ডীগড় ও অমৃতসরের মধ্যে চলাচলকারী সুপার ফাস্ট এক্সপ্রেস, হাওড়া থেকে দেরাদুনগামী কুম্ভ এক্সপ্রেস, দিল্লি থেকে গয়ার মধ্যে যাতায়াতকারী মহাবোধি এক্সপ্রেস সহ অজস্র ট্রেন।
এই সকল ট্রেন বাতিল করার পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হোলি উপলক্ষে পুরোপুরি বাতিল থাকবে ৩৫৪টি ট্রেন, ৫৩টি ট্রেন আংশিত ভাবে বাতিল এবং ৪৯টি ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হবে।