ডিসেম্বর থেকে বাতিল হচ্ছে ১৬টি ট্রেন, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগামী ডিসেম্বর মাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলা ১৬টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এই সকল ট্রেনগুলি কোনটি তিন মাস, কোনটি আবার চার মাসের জন্য বাতিল করা হয়েছে। বাতিল করার কারণ হিসেবে রেলের তরফ থেকে কুয়াশাকে দায়ী করা হয়েছে।

Advertisements

তবে কুয়াশার কারণ দেখিয়ে দীর্ঘ কয়েক মাস এই সকল ট্রেন বাতিল করার কারণে ক্ষোভ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। এই সকল ট্রেন বাতিলের তালিকা দেখে বিশেষ করে ক্ষোভ দেখিয়েছেন জলপাইগুড়ির ব্যবসায়ী সমিতির সদস্য থেকে সাধারণ মানুষেরা। বাতিল হওয়া এই এত সংখ্যক ট্রেনের মধ্যে রয়েছে তিস্তা তোর্সা এক্সপ্রেসের মত ট্রেনও।

Advertisements

১) ০৫০৬৮ বান্দ্রা টার্মিনাস গোরখপুর সাপ্তাহিক স্পেশাল : বাতিল আগামী ৩ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

Advertisements

২) ০৫০৬৭ গোরখপুর বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল : আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

৩) ০৯০১৭ বান্দ্রা টার্মিনাস হরিদ্বার সাপ্তাহিক স্পেশাল : আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

৪) ০৯০১৮ হরিদ্বার বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল : আগামী ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

৫) ০৯৪০৩ আমদাবাদ সুলতানপুর সাপ্তাহিক স্পেশাল : আগামী ৭ ডিসেম্বর থেকে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

৬) ০৯৪০৪ সুলতানপুর আমদাবাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৮ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

৭) ০৯৪০৭ আমদাবাদ বারাণসী সাপ্তাহিক স্পেশাল : আগামী ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

৮) ০৯৪০৮ বারাণসী আমদাবাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

৯) ০৯১১১ ভালসাদ-হরিদ্বার সাপ্তাহিক স্পেশাল : আগামী ৭ ডিসেম্বর থেকে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

১০) ০৯১১২ হরিদ্বার ভালসাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৮ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

১১) ০৪৩০৯ উজ্জ্বয়নী দেরাদুন দ্বি-সাপ্তাহিক : আগামী ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

১২) ০৪৩১০ দেরাদুন উজ্জ্বয়নী দ্বি-সাপ্তাহিক : আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

১৩) ০৫৯৫৫ ব্রহ্মপুত্র মেল : আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

১৪) ০৫৯৫৬ ব্রহ্মপুত্র মেল : আগামী ৩ ডিসেম্বর থেকে আগামী বছরের ২ মার্চ পর্যন্ত বাতিল।

১৫) ০৩১৪১ তিস্তা তোর্সা এক্সপ্রেস : আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।

১৬) ০৩১৪২ তিস্তা তোর্সা এক্সপ্রেস : আগামী ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ১ মার্চ পর্যন্ত বাতিল।

Advertisements