Garib Rath Express: বদলে যাচ্ছে গরিব রথ এক্সপ্রেস! এবার আগের থেকে আরও বেশি সুবিধা পাবেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে রেল পরিষেবার বিকল্প আর কিছু হয় না। যে কারণেই প্রতিদিন প্রায় দু’কোটি মানুষ ভারতীয় রেলের (Indian Railways) উপর ভরসা করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আর গন্তব্যে পৌঁছান। আর ভারতীয় রেলের তরফ থেকেও এই সকল যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য হাজার হাজার ট্রেন হাজার হাজার স্টেশন থেকে ছেড়ে থাকে।

ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে প্রায়ই প্রতিদিন ১২ হাজার যাত্রীবাহী ট্রেন পরিচালনা করা হয়ে থাকে। যে সকল ট্রেনের মধ্যে যেমন রয়েছে লোকাল ট্রেন, সেই রকমই রয়েছে এক্সপ্রেস ট্রেন। আবার এই সকল ট্রেনের মধ্যে অনেক ট্রেন রয়েছে যেগুলির ভাড়া সামান্য, আবার অনেক ট্রেন রয়েছে যেগুলির ভাড়া একেবারে আকাশছোঁয়া। এরকমই ভাড়া কমের একটি ট্রেন হল গরিব রথ এক্সপ্রেস (Garib Rath Express)।

দেশের সাধারণ নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা যাতে কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারেন তার জন্য রেলের তরফ থেকে বিভিন্ন রূপে গরিব রথ এক্সপ্রেস চালিয়ে থাকে। এই সকল ট্রেনে যেমন ভাড়া কম হয়, ঠিক সেইরকমই এই সকল ট্রেনগুলিতে অনেক বেশি যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া যায়। সাধারণ নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের কথা মাথায় রেখে এই সকল গরিব রথ ট্রেনের ভাড়া একদিকে যেমন বৃদ্ধি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক সেই রকমই আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে যাত্রীরা অনেক বেশি সুবিধা পাবেন।

আরও পড়ুন 👉 Kolkata Bus Service: মাথায় হাত বাসিন্দাদের! কলকাতা থেকে উধাও হয়ে যেতে পারে ৫০ শতাংশ বাস

প্রথমত গরিব রথ এক্সপ্রেস ট্রেনে এবার রেলের তরফ থেকে কোচ সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি এলএইচবি কোচ সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলএইচবি কোচ যাতায়াতের সময় যাত্রীদের অনেক বেশি স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে এবং সুরক্ষার দিক দিয়েও আইসিএফ কোচের তুলনায় এই কোচ অনেক সুরক্ষিত। জানা যাচ্ছে ২২৪০৬ ও ২২৪০৫ আনন্দ বিহার টার্মিনাল-ভাগলপুর- আনন্দবিহার টার্মিনাল ট্রেন দুটিতে এলএইচবি কোচ যুক্ত করা হবে।

এছাড়াও ১২২১২, ১২২১১ আনন্দবিহার টার্মিনাল-মুজাফফরপুর জংশন-আনন্দবিহার টার্মিনাল, ১২৪৩৬, ১২৪৩৫ আনন্দবিহার টার্মিনাল-জয়নগর-আনন্দবিহার টার্মিনাল, ২২৪১০, ২২৪০৯ আনন্দবিহার টার্মিনাল-গয়া জংশন-আনন্দবিহার টার্মিনাল গরিব রথ এক্সপ্রেস ট্রেনেও এলএইচবি কোচ সংযুক্ত করা হচ্ছে। চলতি এপ্রিল মাসেই বিভিন্ন ধাপে এই সকল ট্রেনের কোচ আইসিএফ কোচ থেকে রূপান্তরিত করে এলএইচবি করছে পরিণত করা হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রেনের কোচ পরিবর্তন করা হয়েছে, আর বাকি ট্রেনগুলিরও কোচ পরিবর্তন করে নতুন কোচ নিয়ে পরিচালনা করা হবে।