নিজের নামে বুক করা ট্রেনের টিকিট দেওয়া যাবে অন্যকে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত পরিকাঠামোগত দিক থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে নানান রদবদল আনা হচ্ছে। গ্রাহকদের সুবিধা এবং স্বার্থের কথা ও নিরাপত্তার কথা মাথায় রেখে এই সকল রদবদল করছে রেল। এবার তেমনই ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে একটি বদল আনা হলো।

Advertisements

Advertisements

রেলের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোন ব্যক্তি তার নামে বুকিং করা কনফার্ম টিকিট ইচ্ছে করলে অন্যকে দিতে পারবেন। অবশ্য নিজের নামে কনফার্ম হওয়া টিকিট অন্যকে দেওয়ার ক্ষেত্রে ভারতীয় রেলের তরফ থেকে বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে। সেই সকল শর্ত এবং নিয়ম মেনে নিজের নামে কনফার্ম হওয়ার টিকিট দেওয়া যাবে অন্যকে।

Advertisements

রেলের এযাবৎ যে নিয়ম রয়েছে তাতে কোন ব্যক্তির নামে বুকিং করা টিকিট কনফার্ম হওয়ার পর সেই টিকিটে ওই ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি সফর করতে পারতেন না। এর ফলে যাত্রীদের সেই টিকিট বাতিল করতে হতো। অনেক সময় বাতিল করা এবং পুনরায় অন্যের নামে টিকিট বুকিং করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হতো যাত্রীদের।

কখনো আবার কনফার্ম হওয়া টিকিট ক্যানসেল করার পর পুনরায় অন্যের নামে টিকিট বুকিং করতে গিয়ে তা আর কনফার্ম হয় না। ফলে সফর করা আর সম্ভব পর হয়ে ওঠে না। যে কারণে সমস্যায় পড়েন যাত্রীরা। আর এই সমস্যা দূরীকরণের জন্যই এবার এই পদক্ষেপ নিল রেল।

তবে নিজের কনফার্ম হওয়া টিকিট অন্য কাউকে দেওয়ার ক্ষেত্রে যে শর্ত রাখা হয়েছে তাতে বলা হয়েছে, কনফার্ম হওয়া টিকিট ট্রানস্ফার করার আগে স্টেশন ম্যানেজারের কাছে আবেদন করতে হবে। যাত্রীর নিজের নামে কনফার্ম হওয়ার টিকিট কেবলমাত্র ট্রান্সফার করতে পারবেন মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ছেলে বা মেয়েকে। দুর্নীতি রুখতে এই টিকিট টান্সফার করা যাবে না কোনো বন্ধু অথবা দূরসম্পর্কের আত্মীয়কে।

Advertisements