সন্ধ্যা ৭টার পর চলবে স্টাফ স্পেশাল ট্রেন, কারা উঠতে পারবেন জানালো রেল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের পাশাপাশি রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বাড়তে থাকায় রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একাধিক বিধি-নিষেধ জারি করে। এই বিধিনিষেধের মধ্যে রয়েছে লোকাল ট্রেনে ৫০% যাত্রী চাপতে পারবেন এবং লোকাল ট্রেন পরিষেবা চালু থাকবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। রাজ্য সরকারের এই ঘোষণার পরেই সাধারণ যাত্রীদের মধ্যে নানান বিভ্রান্তি শুরু হয়।

যাত্রীদের এই সকল বিভ্রান্তি দূর করার জন্য রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, এই ঘোষণার পর নতুন করে কোনো সুচির পরিবর্তন হবে না। রেলের তরফ থেকে ব্যাখ্যা দিয়ে জানানো হয়, রাজ্য সরকারের এই নির্দেশিকার পর কোন স্টেশন থেকে সন্ধ্যা সাতটার পর আর লোকাল ট্রেনের চাকা গড়াবে না। এক্ষেত্রে আগের সূচী অনুযায়ী, হাওড়া, শিয়ালদা অথবা অন্য কোন রেলস্টেশন থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যে সকল সূচি রয়েছে সেই অনুযায়ী শেষ লোকাল ট্রেন ছাড়বে।

ধরে নেওয়া যাক হাওড়া রেল স্টেশন থেকে বর্ধমান আসার জন্য বর্তমান সূচি অনুযায়ী শেষ দিন হল সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট। সে ক্ষেত্রে এটিই হবে শেষ লোকাল ট্রেন। একইভাবে যদি এর আগে ৫:৩০ টায় কোন ট্রেন থেকে থাকে তাহলে সেটি শেষ লোকাল ট্রেন হিসাবে রওনা দেবে। এক্ষেত্রে সময় মেনে নতুন করে কোন লোকাল ট্রেন চালানো হবে না।

তবে এই লোকাল ট্রেন পরিষেবা সন্ধ্যা সাতটায় বন্ধ হলেও তার পরে চলবে বেশ কিছু স্টাফ স্পেশাল ট্রেন। এই সকল স্টাফ স্পেশাল ট্রেনগুলি শিয়ালদহ, হাওড়া সহ বিভিন্ন স্টেশন থেকে ছাড়বে। কিন্তু সেই সকল স্টাফ স্পেশাল ট্রেনে চড়তে পারবেন না সাধারণ মানুষ। নিয়ম না মেনে কোন যাত্রী এই স্টাফ স্পেশাল ট্রেনে উঠলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেলের তরফ থেকে জানানো হয়েছে সন্ধ্যা সাতটার পর যে সকল স্টাফ স্পেশাল ট্রেন চালানো হবে সেই সকল স্টাফ স্পেশাল ট্রেনে চড়তে পারবেন সরকারি কর্মচারীরা, রেল কর্মচারীরা, এছাড়াও সরকার অনুমোদিত জরুরী পরিষেবা ক্ষেত্রে যেসকল কর্মীরা কাজ করে থাকেন তারা চড়তে পারবেন।