Train Ticket: কিছু কিছু ট্রেনের টিকিটে থাকে PQWL, RSWL, GNWL কোড! এগুলির অর্থ জানাল রেল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই ভারতের প্রায় দু’কোটি মানুষ রেল পরিষেবার উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। এই বিপুল সংখ্যক যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য রেলের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়। পাশাপাশি রেলযাত্রীদের রেল পরিষেবার ওপর ভর করে যাতায়াত করার সময় থাকতে হয় বৈধ টিকিট (Train Ticket)। ভারতীয় রেলের (Indian Railways) নিয়ম অনুসারে যাদের কাছে বৈধ টিকিট থাকে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

যখন রেল যাত্রীরা ট্রেনের রিজার্ভেশন টিকিট বুকিং করেন তখন অনেক ক্ষেত্রেই টিকিটে দেখা যায় PQWL, RSWL, GNWL সহ বিভিন্ন ধরনের কোড রয়েছে। অনেকেই এই সকল কোড সম্পর্কে জ্ঞাত নন বা বিষয়টি বুঝতে পারেন না। আসলে এই সকল কোড বুকিং করা টিকিটের স্ট্যাটাস বুঝিয়ে থাকে। অর্থাৎ টিকিট এখন ফোন পর্যায়ে রয়েছে তা বোঝানোর জন্য এই ধরনের কোড ব্যবহার করা হয়। যাত্রীদের সুবিধার জন্য রেলের তরফ থেকে এই সকল কোড সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

CNF: অনলাইন হোক অথবা অফলাইন, যেকোনো ভাবেই সংরক্ষিত টিকিট বুকিং করার পর যদি দেখা যায় PNR নম্বরের পরিপ্রেক্ষিতে অথবা টিকিটে CNF লেখা রয়েছে তাহলে বুঝতে হবে, যাত্রীর বুকিং করা টিকিট কনফার্ম। অর্থাৎ রেলের তরফ থেকে তাকে নিশ্চিতভাবে একটি আসন দেওয়া হয়েছে।

RQWL: সংরক্ষিত টিকিট বুকিং করার পর অনেক ক্ষেত্রেই RQWL কোড দেখা যায়। এই কোড তখনই দেখানো হয় যখন প্রান্তিক দুটি স্টেশনের মাঝে থাকা অন্য কোন দুটি স্টেশনের মধ্যে যাত্রা করা হয়। সেই টিকিট যদি সাধারণ অথবা পুলড কোটার অন্তর্ভুক্ত না হয় এবং ওয়েটিং লিস্টে থাকে তাহলেই এই কোড দেখানো হয়ে থাকে।

আরও পড়ুন ? Portal For Pensioners: পেনশন নিয়ে সব চিন্তার দিন শেষ পেনশনভোগীদের! নতুন পোর্টাল বানালো কেন্দ্র

RLWL: যদি কোন ট্রেনের রুটে বিখ্যাত কোন শহর থেকে থাকে এবং সেই শহরের জন্য কাছাকাছি থাকা স্টেশনের টিকিট বুকিং করা হয়, আর সেই টিকিট যদি ওয়েটিং লিস্টে থাকে তাহলে তখন টিকিটের ক্ষেত্রে RLWL কোড দেখানো হয়।

PQWL: যে সকল যাত্রীরা যাত্রা শুরু হওয়া স্টেশন থেকে সফর করেন এবং সফর শেষ হওয়ার স্টেশনের আগের কোন স্টেশনে নেমে যেতে চান, তাদের বুকিং করার টিকিট যদি ওয়েটিং লিস্টে থাকে তাহলে PQWL কোড দেওয়া হয় টিকিটের উপর।

RSWL: কোন যাত্রী যদি সফরের মাঝে থাকা কোন স্টেশন থেকে যাত্রা শুরু করার জন্য টিকিট বুকিং করে থাকেন এবং তার টিকিট যদি ওয়েটিং লিস্টে থাকে তাহলে RSWL কোড দেওয়া হয়।

CKWL/TKWL: যে সকল যাত্রীরা তৎকাল কোটা ব্যবহার করে টিকিট বুকিং করে থাকেন এবং টিকিট বুকিং করার পর তাদের টিকিট ওয়েটিং লিস্টে চলে গেলে CKWL/TKWL কোড দিয়ে তা বোঝানো হয়ে থাকে।

GNWL: GNWL হলো সাধারণ ওয়েটিং লিস্টের টিকিট। এই ধরনের ওয়েটিং লিস্টের টিকিটের নিশ্চিত হওয়া সবচেয়ে বেশি প্রবণতা রয়েছে।