Indian Railways: বদলে ফেলা হচ্ছে দেশনায়ক নেতাজি সম্পর্কিত এই রেলস্টেশন! ৩০৩ কোটি টাকা খরচ করছে রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের রেল পরিষেবাকে যাতে আরও সুন্দর করে তোলা যায় তার জন্য প্রতিনিয়ত ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই সকল পদক্ষেপের মধ্যে যেমন রয়েছে নতুন নতুন ট্রেনের সূচনা ঠিক সেইরকমই আবার অমৃত ভারত প্রকল্পের (Amrit Bharat Project) আওতায় দেশের শতাধিক স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। ঠিক সেই রকমই এবার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত একটি স্টেশনের রূপ বদলে দেওয়ার কাজ চালাচ্ছে রেল।

Advertisements

ইতিমধ্যেই রেলের তরফ থেকে ওই স্টেশনে কিভাবে কাজ চলছে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে দ্রুতগতির সঙ্গে স্টেশনটিতে কাজ চালানো হচ্ছে। যে গতিতে কাজ চলছে তাতে খুব তাড়াতাড়ি ওই রেল স্টেশনের রূপ পুরোপুরি বদলে যাবে বলে আশা করা হচ্ছে। রেলের তরফ থেকে দাবি করা হচ্ছে, যারা কিছুদিন আগে পর্যন্ত ওই রেলস্টেশনে পা রেখেছিলেন তারা এই কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পা রাখলে চিনতেই পারবেন না।

Advertisements

রেলের তরফ থেকে এমন রূপ পরিবর্তনের জন্য ৩০৩ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এই ৩০৩ কোটি টাকা ব্যয়ের মধ্য দিয়েই আমূল পরিবর্তন আনা হবে কটক রেলওয়ে স্টেশনে। যে রেলস্টেশনের সঙ্গে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। কেননা এই কটকেই জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এমনিতেও কটক রেল স্টেশনে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানানোর জন্য তার বহু ছবি রাখা রয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Tarakeswar Railway Station: বদলে যাবে পুরো রেলস্টেশন, দেখলে চিনতেই পারবেন না, কেমন হবে আগামীর তারকেশ্বর

কটক জংশন বা রেলস্টেশনকে উড়িষ্যার সঙ্গে দেশের অন্যত্র যোগাযোগের অন্যতম হাব বলা হয়ে থাকে। যে কারণে এই রেলস্টেশনে প্রতিদিন বিপুল পরিমাণ যাত্রীর আনাগোনা হয়। এইসব কথা মাথায় রেখেই তিন তলা রেলস্টেশন তৈরি করা হচ্ছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায়। রেল সূত্রে জানা যাচ্ছে, কটক রেল স্টেশনকে নতুন করে সাজানোর পর এখানে আসা যাত্রীরা আন্তর্জাতিক মানের পরিষেবা পাবেন।

আন্তর্জাতিক মানের তিনতলা রেলস্টেশন হিসাবে কটককে পরিণত করার পর সেখানে মিলবে অত্যাধুনিক বৃহকার ফুড কোর্ট, তৈরি করা হবে উন্নতমানের যাত্রী প্রতীক্ষালয়। এছাড়াও যাত্রীদের আগমন ও প্রস্থানের জন্য বিভিন্ন ধরনের উন্নত পরিষেবা দেওয়া হবে। এর পাশাপাশি নতুনভাবে এই রেলস্টেশনকে সাজানোর ক্ষেত্রে শহরের ঐতিহ্য এবং অন্যান্য বিষয়গুলিকে রেলস্টেশনের অন্দরসজ্জার মধ্যে তুলে ধরা হবে।

Advertisements