Train Ticket Price Decreased: আরও সস্তায় হবে ট্রেন সফর, টিকিটের দাম বদলে দিল রেল

নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোটের আগে ভারতীয় রেলে (Indian Railways) একের পর এক চমক দেখতে পাওয়া যাচ্ছে। যে সকল চমক দেখতে পাওয়া যাচ্ছে সেগুলির মধ্যে অন্যতম হলো নতুন নতুন ট্রেনের সূচনা, নতুন নতুন প্রকল্পের উদ্বোধন, আর এসবের মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য বদল হল ট্রেনের ভাড়া (Train Ticket Price Decreased) কমানো। ভারতীয় রেলের এমন একাধিক পদক্ষেপে উপকৃত হবেন দেশের মানুষেরাই।

ভারতীয় রেল এমন একটি ব্যবস্থা যার উপর ভর করে প্রতিদিন দেশের প্রায় ২ কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা সফর করে থাকেন। যে কারণে রেল পরিষেবার গুরুত্ব ভারতীয় নাগরিকদের কাছে সবচেয়ে বেশি। এমন একটি গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে এই সকল একাধিক পরিবর্তন রীতিমতো মানুষের জনজীবনেও এনে দিচ্ছে পরিবর্তন।

কয়েকদিন আগেই পূর্ব রেলের তরফ থেকে পশ্চিমবঙ্গের কয়েকটি শাখার ট্রেন ভাড়া ন্যূনতম ৩০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করা হয়েছিল। এই সকল রুটে কোভিডকালে ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হলেও পরে আর কমানো হয়নি। কিন্তু লোকসভা নির্বাচনের আগে রেলের নজরে এই সকল রুটগুলি আসে এবং তারা পুনরায় ওই সকল রুটের ট্রেন ভাড়া আগের মতো করে দেয়। তবে পূর্ব রেল কোনো কোনো রুটে এই সিদ্ধান্ত নিলেও তার থেকেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও একটি জোনে।

আরও পড়ুন 👉 Railways Cancelled Ticket Income: ক্যানসেল টিকিটেই হাজার হাজার কোটি টাকা! ৩ বছরে কত টাকা কামিয়েছে রেল

কেননা যে জোনের কথা বলা হচ্ছে সেই জোনে ভারতীয় রেলের তরফ থেকে টিকিটের দাম ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর রেলওয়েতে। যেখানে যে সকল যাত্রীরা দ্বিতীয় শ্রেণীতে যাতায়াত করে থাকেন তাদের টিকিটের ভাড়া প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে। ভারতীয় রেলের এমন সিদ্ধান্তের ফলে কাশ্মীর উপত্যকার মানুষেরা এবং সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা অনেক উপকৃত হবেন।

রেলের তরফ থেকে জানা গিয়েছে, উপত্যকার দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের টিকিটের দাম কোভিড কালে বৃদ্ধি করা হয়েছিল। তবে এরপর আর দাম কমানো হয়নি। এতদিন পর্যন্ত বেশি দামেই টিকিট কিনতে হত যাত্রীদের। রেলের নতুন এই সিদ্ধান্ত পুরো উপত্যকা এলাকাতেই কার্যকর হচ্ছে বলে জানা গিয়েছে। যেমন অনন্তনাগ জেলার সাদুরা রেল স্টেশন থেকে শ্রীনগরের ভাড়া পড়ত ৩৫ টাকা, নতুন নিয়ম অনুসারে এই ভাড়া পড়বে এবার ১৫ টাকা।