নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে গণপরিবহনের লাইফ লাইন রেল পরিষেবায় আসছে যুগান্তকারী পরিবর্তন। এই সকল পরিবর্তনের মধ্যে এবার ঘন্টায় ২০০ কিমি গতিবেগে ছুটবে ট্রেন। সেমি হাই স্পিড ট্রেন চালানোর মধ্য দিয়ে এই প্রকল্পের সূচনা হবে। এই প্রকল্প বাস্তবায়িত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মধ্যে।
বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা স্টেশন থেকে হায়দরাবাদের সেকেন্দ্রবাদ পর্যন্ত উচ্চ গতিসম্পন্ন লাইন বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। এই প্রকল্পের আওতায় মোট ৫০৩ কিলোমিটার রাস্তা এই রেলপথের মাধ্যমে কভার করা হবে। pm গতি শক্তি প্রকল্পের আওতায় এই রেল লাইন বসানোর পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ৩০ হাজার কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে।
সমস্ত রকম প্রতিকূলতাকে দূরে সরিয়ে যাতে নির্বিঘ্নে এই সেমি হাই স্পিড ট্রেন গন্তব্যের দিকে ছুটে যেতে পারে তার জন্য এই লাইনের দু’ধারে দেড় মিটার উঁচু দেওয়াল দেওয়া হবে। এই দুই শহরের মধ্যে বর্তমানে যে রেলপথ রয়েছে তার দৈর্ঘ্য হল ৬২২ কিলোমিটার। এই যাত্রাপথ পাড়ি দিতে সময় লাগে ১০ থেকে ১১ ঘন্টা।
প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের আওতায় এই নতুন রেলপথ এবং উচ্চ গতি সম্পন্ন সেমি হাই স্পিড ট্রেনের উদ্বোধন হলে একই রাস্তা পাড়ি দিতে সময় লাগবে বড়জোর আড়াই ঘন্টা। সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে ২০০ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের দরপত্র চাওয়া হয়েছে। এই সকল ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২০০ কিলোমিটার।
একইভাবে আরও ৩০২ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। এই সকল ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৬০ কিলোমিটার। নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন অর্থাৎ আপগ্রেড ভার্সন তৈরি করার জন্য ভারতীয় রেলের তরফ থেকে খরচ বৃদ্ধি করা হয়েছে। আগামী বছর আগস্ট মাসের মধ্যে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ট্র্যাকে নামানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।