Indian Railways New Rules: রেলের নতুন নিয়ম, এবারের ট্রেনে উঠলে বদলে ফেলতে হবে এই সকল অভ্যেস

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দিন দিন ভারতীয় রেলে (Indian Railways) বাড়ছে যাত্রীদের সংখ্যা। দিন দিন ভারতীয় রেল পরিষেবার উপর বাড়ছে দেশের মানুষের ভরসা। এই সকল ভরসা এবং কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত ইত্যাদির পরিপ্রেক্ষিতে যেমন যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই রকমই রেলের তরফ থেকে সময়ের পরিপ্রেক্ষিতে নানান নিয়মে পরিবর্তন (Indian Railways New Rules) আনাও হয়ে থাকে। সেই রকমই এবার রেলের তরফ থেকে এমন এক নিয়মে বদল আনা হয়েছে যার পরিপ্রেক্ষিতে যাত্রীদের ট্রেনে উঠে একটি অভ্যেস পাল্টে ফেলতে হবে।

দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠক করে রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে আধিকারিকদের বিদ্যুতের অপচয় কমানোর নির্দেশ দিয়েছিলেন। মূলত অফিস কাছারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রয়োজন ছাড়াই আলো থেকে শুরু করে পাখা, এসি ইত্যাদি চালিয়ে থাকেন কর্মী থেকে আধিকারিকরা। এসব সরকারের সম্পত্তি, এমন মনোভাবের পরিপ্রেক্ষিতেই এমনটা ঘটে থাকে। তবে এবার এই সকল ভাবনার বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতই এবার রেলও একই পথে হাঁটলো। সরকারি অফিস কাছারিতে বিদ্যুতের অপব্যবহার বন্ধ করার মতোই ট্রেনের কামরাতেও বিদ্যুতের অপব্যবহার বন্ধ করতে হবে এমনই অনুরোধ করা হয়েছে রেলের তরফ থেকে। আর অপব্যবহার বন্ধ করার জন্যই রেল এবার সাধারণ যাত্রীদের কাছে বেশ কিছু অনুরোধ করেছে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে ট্রেনে উঠে বেশ কিছু অভ্যেস ত্যাগ করতে হবে সাধারণ যাত্রীদের।

আরও পড়ুন 👉 Accident inside Train: চলন্ত ট্রেনের লোয়ার বার্থেও বিপত্তি! শোয়ার আগে সব দেখে না নিলে মটকে যাবে ঘাড়

দেখা যায় ট্রেন অন্তিম স্টেশনে পৌঁছে গেলেও যাত্রীদের কেউই ট্রেনের ফ্যান থেকে শুরু করে লাইট বন্ধ করে দেন না। এর ফলে ট্রেনের কামরায় কোন যাত্রী না থাকা সত্ত্বেও বিন্দাস চলতে দেখা যায় ফ্যান, আলো ইত্যাদি। যতক্ষণ না ট্রেনের ওই কামরায় কোন কর্মী এসে তা বন্ধ করছেন অথবা ট্রেনটি কারসেডে যাচ্ছে ততক্ষণ সেগুলি চলতেই থাকে। আর এর ফলেই বিপুল পরিমাণ বিদ্যুতের অপচয় হয়। এছাড়াও দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলেও ট্রেনের কামরায় লাইট জ্বলতে দেখা যায়।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র রেল যাত্রীদের কাছে অনুরোধ জানিয়েছেন, বিদ্যুতের অপচয় ঠেকাতে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে যাত্রীদের। দরকার ছাড়া আলো, পাখার সুইচ বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফ্যান বন্ধ রাখা, প্রয়োজন ছাড়া কামরার আলো বন্ধ রাখা ইত্যাদি অনুরোধ জানিয়েছেন।