নিজস্ব প্রতিবেদন : বর্তমান পরিস্থিতির বিচারে অধিকাংশ দূরপাল্লার ট্রেন বিপুল সংখ্যক খালি আসন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় রওনা দিচ্ছে। মূলত করোনাকালে ভ্রমণ এবং অন্যান্য সফর এড়িয়ে চলার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে স্বাভাবিকভাবেই লোকসানের সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় রেলকে। আর এই লোকসান এড়ানোর জন্য ভারতীয় রেলের তরফ থেকে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নিয়মে বদল আনার পাশাপাশি দেওয়া হচ্ছে ১০% ছাড়।
দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে যাওয়ার পরেও বুকিং করা যাবে ট্রেনের টিকিট। আর এই ট্রেনের টিকিটের ক্ষেত্রেই পাওয়া যাবে ১০% ছাড়। এই নিয়ম চার বছর আগে চালু হলেও বর্তমানে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে করোনা পরিস্থিতির জন্য।
সাধারণত ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে যায়। চার্ট তৈরি হয়ে যাওয়ার পর আর টিকিট বুকিং করা যায় না। কিন্তু বর্তমানে ট্রেন ছাড়ার আধঘন্টা আগে পর্যন্ত টিকিট বুকিং করা যাবে। অর্থাৎ টিকিট বুকিং করার জন্য যাত্রীরা হাতে আরও সাড়ে তিন ঘণ্টা সময় পাচ্ছেন। আর এই সকল আসনের ক্ষেত্রেই ছাড় দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
এই পরিষেবা ২০১৭ সালের ১লা জানুয়ারি রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেসের জন্য চালু করা হয়েছিল। কিন্তু বর্তমানে প্রতিটি দূরপাল্লার ট্রেনের জন্য এই পরিষেবা চালু করা হয়েছে। রেলের তরফ থেকে আশা করা হচ্ছে এই পরিষেবার ফলে ভারতীয় রেলকে লোকসানের মুখ থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে।