রূপে-গুণে আমূল বদল আসছে শিয়ালদহ স্টেশনে, দেখে চিনতেই পারা যাবে না

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার জন্য প্রতিনিয়ত নানান পদক্ষেপ গ্রহণ করা হয়ে আসছে। এই সকল পদক্ষেপের মধ্যে যেমন রয়েছে দ্রুতগতির ট্রেন, ঠিক সেই রকমই বিভিন্ন রেল স্টেশনকে (Railway Station) ঝাঁ চকচকে করে সাজানোর জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার এই সকল পদক্ষেপের পরিপ্রেক্ষিতে রূপে গুণে আমূল বদল আনা হচ্ছে শিয়ালদা রেল স্টেশনে (sealdah station)।

শিয়ালদহ রেল স্টেশনের পরিবর্তন আনার ক্ষেত্রে প্রথমেই বদলে ফেলা হবে প্ল্যাটফর্মে থাকা টিনের শেড। পরিবর্তে স্টেশন ভবনের ছাদ জুড়ে তৈরি করা হবে রুফ প্লাজা। এর পাশাপাশি আরও বিভিন্ন দিক দিয়ে স্টেশনের আমূল পরিবর্তন আনা হবে। আর এই সকল আমূল পরিবর্তনের জন্য রেলের তরফ থেকে ২০০ কোটি টাকা খরচ করা হচ্ছে।

২০০ কোটি টাকা ব্যয়ে যে পরিবর্তন আনা হবে তাতে সবার আগে দেখা হবে সৌন্দর্যায়নের পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্য। যে জন্য তৈরি করা হবে অত্যাধুনিক ওয়েটিং রুম, ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম। এর পাশাপাশি নতুন করে একটি প্রবেশ পথ তৈরি করা হবে। যে প্রবেশ পথটি তৈরি করা হবে পার্সেলের দিকে খাল ধার হয়ে। অন্যদিকে বাইরে যাওয়ার পথ আরও প্রশস্ত করা হবে। যে পথ ধরে যাত্রীরা চাইলে সোজা ছাদে পৌঁছে যেতে পারবেন।

এই সকল কথা মাথায় রেখে ছাদকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেখানে থাকবে বিভিন্ন ধরনের খাবারের দোকান। যেখান থেকে খাবার খেয়ে যাত্রীরা নিজেদের সফর শুরু করতে পারবেন। এর পাশাপাশি নতুন করে তৈরি হবে ইন্টেরিয়র, ওয়েটিং হল, টয়লেট, বিশেষভাবে সক্ষমদের সুবিধা, এস্কেলেটর। পাশাপাশি স্টেশনের সব লাইনের নিচ পাথর সরিয়ে কংক্রিটের করা হবে।

ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় কলকাতা, কৃষ্ণনগর, কল্যাণী, শান্তিপুর, ক্যানিং, চাঁদপাড়া, সোনারপুর, বহরমপুর কোর্ট, বেথুয়াডহরি, বনগাঁ, কল্যাণী ঘোষপাড়া, নৈহাটি, বারাকপুর, দমদম জংশনগুলিকে নতুন রূপ দেওয়ার কাজ শুরু হবে।