Indian Railways New Clean Service: ট্রেনে মলমূত্রের দুর্গন্ধের দিন শেষ! নয়া পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই দেশে কোটি কোটি মানুষ ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। যে কারণে দিন দিন ভারতীয় রেলের (Indian Railways) গুরুত্ব বেড়েই চলেছে। তবে ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে সবচেয়ে বড় একটি অভিযোগ হল টয়লেট থেকে আসা মলমূত্রের গন্ধ।

Advertisements

ভারতীয় রেলের এমন ভুরি ভুরি অভিযোগ এখন রেল মদদ অ্যাপের মাধ্যমে রেলের কাছে জমা পড়েছে বলে জানা যাচ্ছে। শুধু ট্রেনের মধ্যে নয়, প্ল্যাটফর্মেও এমন গন্ধ নিয়ে নানান অভিযোগ জমা পড়েছে রেলের কাছে। রেলের কাছে এত অভিযোগ জমা পড়েছে যে ভারতীয় রেল এবার এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে বলেই জানা যাচ্ছে। আর এরই পরিপ্রেক্ষিতে রেল নয়া পদক্ষেপ (Indian Railways New Clean Service) নিতে চলেছে বলে সূত্রের খবর।

Advertisements

ট্রেনের বাথরুম থেকে আসা মলমূত্রের গন্ধ দূর করার জন্য বিশেষ প্রযুক্তি এবং সমাধান সূত্রের খোঁজ শুরু করেছে ভারতীয় রেল। সমাধান সূত্র খুঁজে বের করতে গিয়ে রেলের তরফ থেকে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আলোচনা করেছেন বলেও জানা যাচ্ছে। আর এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে ভারতীয় রেলের তরফ থেকে নতুন ধরনের রাসায়নিক ব্যবহার করে সমাধান সূত্র খুঁজে বের করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Purulia to Tirunelveli Train: পুরুলিয়ার বাসিন্দাদের জন্য সুখবর, এবার এক ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে দক্ষিণ ভারতের তিরুনেলভেলি

নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক এই সমস্যার সমাধানের জন্য জানিয়েছেন, রেলকে আইওটি ভিত্তিক নয়া প্রযুক্তি ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। যে প্রযুক্তির মাধ্যমে সহজেই দুর্গন্ধ চিহ্নিত করা যাবে। এমন সমাধান সূত্র বের করার জন্য কেবলমাত্র আলোচনা হয়েছে তা নয়, এর পাশাপাশি রেলের তরফ থেকে এমন পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য মুম্বাই ভিত্তিক একটি স্টার্টআপ সংস্থাকে বেছে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

যে সংস্থাকে এমন দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম ভিলিসো। তাদের তরফ থেকে দুর্গন্ধ চিহ্নিত করার জন্য যে প্রযুক্তি তৈরি করা হবে তা পরীক্ষামূলকভাবে প্রথমে কিছু কোচে ব্যবহার করা হবে। পরীক্ষামূলকভাবে ওই প্রযুক্তি ব্যবহার করার পর তার ফলাফলের ভিত্তিতে অন্যান্য ট্রেনের কোচগুলিতে তা ছড়িয়ে দেওয়া হবে। এর পাশাপাশি হাউজকিপিং কর্মীদের কাজের বিচার ওই প্রযুক্তিতেই সামনে আসবে বলেও জানা যাচ্ছে। এই ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে আগামী দিনে ট্রেনে থাকা টয়লেট থেকে মলমূত্রের দুর্গন্ধের দিন শেষ হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। এমনিতেও এই ধরনের দুর্গন্ধ যাতে না আসে তার জন্য রেল আগে থেকেই তৎপর। এরই পরিপ্রেক্ষিতে বন্দে ভারতে এমন দুর্গন্ধ থাকবে না বলে আগেই রেলের তরফ থেকে জানানো হয়েছিল।

Advertisements