নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের তরফ থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলস্টেশনে চালু করেছিল বিনামূল্যে WiFi পরিষেবা। ট্রেনের জন্য অপেক্ষা করার সময় বহু যাত্রীকেই বিনামূল্যের এই WiFi পরিষেবা ব্যবহার করতে লক্ষ্য করা যায়। হাওড়া, শিয়ালদাহ সহ বিভিন্ন রেল স্টেশনে সিনেমা ডাউনলোড অথবা গেম ডাউনলোডও করতে দেখা যায় যাত্রীদের। তবে এবার এই বিনামূল্যে পরিষেবা পাওয়ার দিন শেষের দিকে।
কারণ স্টেশনে এবার এই বিনামূল্যে WiFi ব্যবহার করার ক্ষেত্রে এসেছে নিয়মে পরিবর্তন। নতুন নিয়ম অনুসারে কোন এক যাত্রী দিনে প্রথম আধঘন্টা বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে এরপরেও যদি কোনো যাত্রী আরও বেশি সময় তা ব্যবহার করতে চান তা হলেও সুযোগ রয়েছে। কিন্তু তার জন্য বাড়তি খরচ বহন করতে হবে।
এ যাবৎ এই পরিষেবা পাওয়া যেত সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য ভারতীয় রেলের সঙ্গে চুক্তি হয় গুগলের। সেই চুক্তি করা হয়েছিল পাঁচ বছরের জন্য। সেই চুক্তি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং তা আর নতুন করে চুক্তি হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে, বিনামূল্যে এই WiFi পরিষেবা দিয়ে সেভাবে লাভ হয়নি গুগলের। যে কারণে তারা পুনরায় এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে আগ্রহী হয়নি।
যদিও ভারতীয় রেল আগামী দিনে দেশের প্রায় ৮০০০ রেলস্টেশনে এই WiFi পরিষেবা চালু করার জন্য তৎপরতা শুরু করেছে। বর্তমানে এই WiFi পরিষেবা চালু রয়েছে ১২৮৭টি বড় রেল স্টেশনে। এই পরিষেবা দিতে ভারতীয় রেল মাসে ৯৭.২৫ টেরাবাইট ডেটা খরচ করে থাকে।
বর্তমানে যে সকল রেলস্টেশনগুলিতে এই WiFi পরিষেবা চালু রয়েছে অথবা আগামী দিনে যে সকল রেল স্টেশনগুলিতে WiFi পরিষেবা চালু হতে চলেছে সেগুলিতে দিনে প্রথম আধঘন্টা বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। এরপর যদি কোন যাত্রী আরও ইন্টারনেট করতে চান তাহলে তাকে ডেটা প্যাক রিচার্জ করতে হবে। সেক্ষেত্রে ১০, ১৫, ২০, ৩০, ৪০, ৫০ এবং ৭৫ টাকার ডেটা প্যাক থাকবে।