Indian Railways: বাড়বে ৭০০০ ট্রেন এবং তৈরি হবে অতিরিক্ত টিকিট কাউন্টার, রেলসূত্রে পাওয়া গেছে এই খবর

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Railways: ভারতের অধিকাংশ জনগণ যাতায়াতের মাধ্যমিক হিসেবে নির্ভর করে ভারতীয় রেলওয়ের ওপর। কারণ স্বল্প খরচে যেকোন দূরত্ব অতিক্রম করা যায় এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে। প্রতিদিন কর্মস্থলে যাওয়ার জন্য সাধারণ মানুষের একমাত্র ভরসাযোগ্য পরিবহন ব্যবস্থা হল ভারতীয় রেল। লক্ষ লক্ষ মানুষ নিত্যদিনের যাত্রার জন্য বেছে নিয়েছে লোকাল ট্রেনকে, আবার বহু মানুষ দূরপাল্লার ট্রেনের ওপরেও ভরসা করেন। দীপাবলিতে রেলযাত্রীদের জন্য ভারতীয় রেল নিয়ে এলো দুর্দান্ত সুখবর।

Advertisements

ভারতীয় রেল (Indian Railways) সিদ্ধান্ত নিয়েছে যে চালানো হবে ৭০০০ অতিরিক্ত স্পেশাল ট্রেন। দেশ জুড়ে এখন উৎসবের মরশুম কারণ সামনেই আসছে দীপাবলি ও ছট পুজো। বহু মানুষ ছুটি পেয়ে নিজেদের বাড়ি ফেরেন এই বিশেষ সময়ে, তাই বাড়তি ট্রেনের সুবিধা না থাকলে তাদের সমস্যায় পড়তে হতে পারে। ভির সামাল দেওয়ার জন্য এবং টিকিটের যাতে কোন রকম অভাব না হয় তার জন্যই রেলের এই দুর্দান্ত উদ্যোগ। এই উৎসবের মরশুমে অন্য সময়ের তুলনায় অনেক বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

Advertisements

আরো পড়ুন: লোয়ার বার্থের টিকিট পেতে চান, এই ভাবে টিকিট কাটলে একটিও মিস হবে না

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার এই বিশেষ ট্রেন (Indian Railways) চালানোর কথা ঘোষণা করেছেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, গত ১ অক্টোবর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেলের যাত্রী সংখ্যা হবে প্রায় এক কোটি।

Advertisements

আরো পড়ুন: এখন আপনার সাথেই ট্রেনেই যাত্রা করতে পারবে আপনার বাইক, ট্রেনে বাইক পাঠানোর নিয়মগুলি কি কি

জানলে আশ্চর্য হয়ে যাবেন যে গত বছরের তুলনায় চলতি বছরে বেশি ট্রেন চলবে প্রায় ৪,৪২৯টি। অর্থাৎ প্রায় ৬০ শতাংশ বেশি ট্রেন চালানো হচ্ছে। ভারতীয় রেলের এই উদ্যোগকে কুর্নিশ না জানিয়ে পারা যায় না। এছাড়াও মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা ভোট আসন্ন। ভোটের কথা ভেবেও এই সিদ্ধান্ত নিতে হয়েছে ভারতীয় রেলওয়েকে (Indian Railways)।

রেলমন্ত্রী আরো জানিয়েছেন যে, দিপাবলীর বিশেষ সময় প্রতিদিন প্রায় ১৩৬টি অতিরিক্ত ট্রেন চলবে। যেহেতু উৎসবের সময় অতিরিক্ত ট্রেন চালানো হবে, তাই স্টেশনগুলোতেও বাড়তি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেশনগুলোতে থাকবে অতিরিক্ত টিকিট কাউন্টার, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সবথেকে গুরুত্বপূর্ণ হল পানীয় জলের ব্যবস্থা। পাশাপাশি ছট পুজোর জন্য আগামী ২, ৩ ও ৪ নভেম্বর প্রতিদিন ১৪৫টি করে অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে।

Advertisements