নিজস্ব প্রতিবেদন : বিগত কয়েক বছরে ভারতীয় রেলের একাধিক বৈপ্লবিক পদক্ষেপ বদলে দিয়েছে ব্রিটিশ আমলের রেলের পরিকাঠামো। ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত আরামদায়ক রেল যাত্রা যাত্রীদের উপহার দেওয়ার পাশাপাশি উচ্চগতিসম্পন্ন ট্রেন ভারতে চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আর সেই রকমই উদ্যোগের অংশ হিসেবে এবার আসতে চলেছে ‘Vistadome’।
ভারতীয় রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) তৈরি করছে উচ্চগতিসম্পন্ন Vistadome টুরিস্ট কোচ। অসামান্য প্রকৃতির মধ্যে এবার মনোরম ট্রেন যাত্রা দিবে এই Vistadome। এর গতি ঘন্টায় ১৮০ কিলোমিটার বলে জানা গিয়েছে রেল সূত্রে। ইতিমধ্যেই এর সফল ট্রায়াল হয়ে গেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল মঙ্গলবার ট্যুইট করে জানিয়েছেন, বছরের শেষে সবথেকে বড় সুখবর। ১৮০ কিলোমিটার গতি সম্পন্ন ভিসতাডোমের ট্রায়াল সফল হয়েছে। এই কোচগুলি রেলযাত্রীদের ট্রেন যাত্রাকে আরও মনোরম করবে।
It is rightly said, "Journey is best measured in terms of memories rather than miles."
Take a look at the new Vistadome coaches of Indian Railways that will give an unforgettable travel experience to passengers & will ensure that they truly have a journey to remember. pic.twitter.com/o2Srs0xR4B
— Piyush Goyal (@PiyushGoyal) December 30, 2020
Vistadome টুরিস্ট কোচে রয়েছে বড় বড় কাঁচের জানলা। রয়েছে লাউঞ্জ। বসার প্রতিটি আসন ১৮০° ঘোরানো যায়। এর ফলে মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন রেল যাত্রীরা। প্রতিটি কোচে ৪৪ টি করে আসন রয়েছে। ল্যামিনেট দিয়ে তৈরি কাঁচের জানালা ভাঙ্গা যাবে না। পাশাপাশি কোচগুলিতে থাকবে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা।
Ending the Year on a Great Note: Indian Railways' ? successfully completed 180 kmph speed trial of new design Vistadome tourist coach
These coaches will make train journeys memorable for the passengers ?️ & give further boost to tourism ? pic.twitter.com/3JxeVbQClg
— Piyush Goyal (@PiyushGoyal) December 29, 2020
এই Vistadome টুরিস্ট কোচ চালু হবে দেশের পর্যটন কেন্দ্রগুলিতে। দাদার ও মাদগাঁ, আরাকু ভ্যালি, কাশ্মীর উপত্যকা, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, কালকা-শিমলা রেলওয়ে, কাংরা ভ্যালি রেলওয়ে, মাথেরান রেলওয়ে ও নীলগিরি মাউন্টেনের মতো রেলওয়েতে চলবে এই সকল Vistadome টুরিস্ট কোচ।