মনোরম ট্রেন যাত্রা, ১৮০ কিমি গতিসম্পন্ন ‘Vistadome’ আনছে ভারতীয় রেল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিগত কয়েক বছরে ভারতীয় রেলের একাধিক বৈপ্লবিক পদক্ষেপ বদলে দিয়েছে ব্রিটিশ আমলের রেলের পরিকাঠামো। ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত আরামদায়ক রেল যাত্রা যাত্রীদের উপহার দেওয়ার পাশাপাশি উচ্চগতিসম্পন্ন ট্রেন ভারতে চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আর সেই রকমই উদ্যোগের অংশ হিসেবে এবার আসতে চলেছে ‘Vistadome’।

Advertisements

Advertisements

ভারতীয় রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) তৈরি করছে উচ্চগতিসম্পন্ন Vistadome টুরিস্ট কোচ। অসামান্য প্রকৃতির মধ্যে এবার মনোরম ট্রেন যাত্রা দিবে এই Vistadome। এর গতি ঘন্টায় ১৮০ কিলোমিটার বলে জানা গিয়েছে রেল সূত্রে। ইতিমধ্যেই এর সফল ট্রায়াল হয়ে গেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

Advertisements

রেলমন্ত্রী পীযূষ গোয়েল মঙ্গলবার ট্যুইট করে জানিয়েছেন, বছরের শেষে সবথেকে বড় সুখবর। ১৮০ কিলোমিটার গতি সম্পন্ন ভিসতাডোমের ট্রায়াল সফল হয়েছে। এই কোচগুলি রেলযাত্রীদের ট্রেন যাত্রাকে আরও মনোরম করবে।

Vistadome টুরিস্ট কোচে রয়েছে বড় বড় কাঁচের জানলা। রয়েছে লাউঞ্জ। বসার প্রতিটি আসন ১৮০° ঘোরানো যায়। এর ফলে মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন রেল যাত্রীরা। প্রতিটি কোচে ৪৪ টি করে আসন রয়েছে। ল্যামিনেট দিয়ে তৈরি কাঁচের জানালা ভাঙ্গা যাবে না। পাশাপাশি কোচগুলিতে থাকবে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা।

এই Vistadome টুরিস্ট কোচ চালু হবে দেশের পর্যটন কেন্দ্রগুলিতে। দাদার ও মাদগাঁ, আরাকু ভ্যালি, কাশ্মীর উপত্যকা, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, কালকা-শিমলা রেলওয়ে, কাংরা ভ্যালি রেলওয়ে, মাথেরান রেলওয়ে ও নীলগিরি মাউন্টেনের মতো রেলওয়েতে চলবে এই সকল Vistadome টুরিস্ট কোচ।

Advertisements