ট্রেনের মহিলা যাত্রীদের জন্য সুখবর, মহিলা কামরায় বসছে ETB

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের তরফ থেকে রেল যাত্রাকে আরও সুরক্ষিত করে তোলার জন্য দিনের পর দিন একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এই সকল পদক্ষেপের মধ্যে এবার মহিলা রেলযাত্রীদের জন্য সুখবর দিলো ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে মহিলা কামরায় মহিলাদের সুরক্ষার জন্য বসানো হচ্ছে ইমারজেন্সি টক ব্যাক সিস্টেম (ETB)।

Advertisements

Advertisements

কিভাবে কাজ করবে ইমারজেন্সি টক ব্যাক সিস্টেম?

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই সিস্টেম বসানোর ফলে ট্রেনের কামরায় কোন মহিলা সুরক্ষার অভাব বোধ করলে ওই মহিলা এই অডিও সিস্টেমের মাধ্যমে ট্রেনের গার্ড এবং চালকের সাথে কথা বলতে পারবেন। আর পরিস্থিতি অনুযায়ী ট্রেনের গার্ড এবং চালক পরবর্তী পদক্ষেপ নেবেন।

পরবর্তী পদক্ষেপ হিসাবে পরিস্থিতি অনুযায়ী সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে ব্যবস্থা গ্রহণ করার মত পদক্ষেপ নেওয়া হতে পারে। এছাড়াও পরবর্তী স্টেশনে পৌঁছে ব্যবস্থা গ্রহণের মত পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি ওই অডিও সিস্টেমের মাধ্যমে ট্রেনের গার্ড এবং চালক বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনুযায়ী জিআরপি অথবা আরপিএফের সাথে যোগাযোগ করতে পারবেন।

সেন্ট্রাল রেলের তরফ থেকে আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে ১৫৭ টি ট্রেনে এই সিস্টেম লাগানো হয়েছে। আর এর ফলাফল ভালো হলে আগামী দিনে রেলের অন্যান্য অঞ্চলের ট্রেনগুলিতেও এই সিস্টেম লাগানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মহিলা রেলযাত্রীদের যাত্রা সুরক্ষিত করতে এই ব্যবস্থা বলে জানানো হয়েছে।

কোথায় থাকবে এই ইমারজেন্সি টক ব্যাক সিস্টেম

রেল সূত্রে জানা গিয়েছে মহিলা কামরাগুলির দরজার কাছে থাকবে এই ইমারজেন্সি টক ব্যাক সিস্টেম। কোন মহিলার নিজেকে অসুরক্ষিত বোধ করলে তিনি সেখানে এসে নির্দিষ্ট করে দেওয়া একটি সুইচকে তিন সেকেন্ড ধরে রাখতে হবে। তারপরেই কাজ করতে শুরু করবে এমার্জেন্সি টক ব্যাক সিস্টেম।

বিশেষজ্ঞদের মতে প্রতিটি ট্রেনের মহিলা কামরায় এমন সিস্টেম চালু হয়ে যাওয়ার পর অনেকটাই সুরক্ষিত এবং স্বাচ্ছন্দ্যবোধ করবেন মহিলা রেল যাত্রীরা। এই ব্যবস্থাপনা বিশেষ করে সেই সকল মহিলা রেলযাত্রীদের জন্য সবথেকে বেশি সুবিধা প্রদান করবে যেসকল মহিলারা একাকী রেল যাত্রা করে থাকেন।

Advertisements