Advertisements

ট্রেন ছুটবে ঝড়ের গতিতে! সময়ের আগেই গন্তব্যে, নতুন বদল আনল রেল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে প্রতিনিয়ত ব্রিটিশ আমলের রেল ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা চালানো হচ্ছে। রেলের তরফ থেকে এমন পরিবর্তন এনে যাত্রী সুরক্ষা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য প্রতিনিয়ত বৃদ্ধি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। ঠিক সেই রকমই এবার রেল ট্র্যাকে এমন কিছু নামানো হলো, যার ফলে সময়ের আগেই গন্তব্যে পৌঁছে যাবে ট্রেন। এই ব্যবস্থার ফলে ট্রেনে আসবে ঝড়ের গতি, যে কারণেই সময়ের আগেই পৌঁছানো সম্ভব হবে।

Advertisements

মূলত দূরপাল্লার দ্রুত গতিসম্পন্ন ট্রেন হিসাবে বন্দে ভারত এক্সপ্রেস অথবা গতিমান এক্সপ্রেস থাকলেও এখন নজর কেড়েছে রেলের একটি নতুন লোকোমোটিভ। জানা যাচ্ছে এই লোকোমোটিভটি দেশের সবচেয়ে শক্তিশালী লোকোমোটিভ। নীল রঙের দেখতে এই লোকোমোটিভের ছবি এবং ভিডিও গত ৩ ডিসেম্বর রেলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। তারপর থেকেই এই লোকোমোটিভ এখন ঝড়ের গতিতে ভাইরাল।

Advertisements

নতুন যে লোকোমোটিভ এখন সবার দৃষ্টি আকর্ষণ করছে তার নাম ডব্লিউএজি১২বি। এই লোকোমোটিভ এতোটাই শক্তিশালী যে কারখানার মতো মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গা টেনে নিয়ে যেতে সক্ষম। মূলত ভাইরাল হওয়া ভিডিওতে ওই মুহূর্ত দেখেই অবাক হয়ে যাচ্ছেন নেট নাগরিকরা। রেলের তরফ থেকে জানা যাচ্ছে এই লোকোমোটিভে রয়েছে ১২,০০০ হর্স পাওয়ার। রেলের তরফ থেকে এটিকে বলা হচ্ছে, বিস্ট অফ ইন্ডিয়ান রেলওয়েজ।

Advertisements

এই লোকোমোটিভটি তৈরি করা হয়েছে, বিহারের মধেপুরা বৈদ্যুতিক লোকোমোটিভ কারখানায়। দানবের মতো ক্ষমতা হওয়ার কারণে একে আবার রেলের তরফ থেকে বলা হচ্ছে দানবিক। ভারতীয় রেল এবং অলস্টমের যৌথ উদ্যোগে এই লোকোমোটিভ তৈরি করা হয়েছে। এই লোকোমোটিভটি প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। এর পাশাপাশি একটি একসঙ্গে ৬ হাজার টন ওজন বহন করতে সক্ষম।

এর পাশাপাশি এতে ব্রেকিং সিস্টেম এমন করা হয়েছে যাতে করে শক্তি খরচ অনেক কম হবে। এই লোকোমোটিভ ব্যবহার করার পর মালবাহী ট্রেনের গতিবেগ ঘন্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেড়ে যাবে। এছাড়াও এই লোকোমোটিভে রয়েছে জিপিএস সিস্টেম এবং তার মাধ্যমে ট্রেনের রিয়েল টাইম লোকেশন ট্র্যাক করা সম্ভব।

Advertisements