ভোল বদলাচ্ছে রাজধানী এক্সপ্রেসের, যুক্ত হচ্ছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : একেবারে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত রাজধানী এক্সপ্রেস এবার ছুটবে শিয়ালদা ও হাওড়া থেকে। আগামী বছরের শুরু থেকেই অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত এই সকল কোচগুলি যাত্রীদের নিয়ে রওনা দেবে রাজধানীর পথে। প্রযুক্তির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই দুটি ট্রেনের লুক হবে একেবারে তেজস এক্সপ্রেসের মতই। স্বাভাবিকভাবেই এই আধুনিকীকরণ নজর কেড়েছে যাত্রীদের।

রেল সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে দেশে যতগুলি রাজধানী এক্সপ্রেস ট্র্যাকে ছুটছে প্রতিটি ট্রেনের হুলিয়া বদল করা হচ্ছে। প্রতিটি রাজধানী এক্সপ্রেসের কোচ হবে তেজস এক্সপ্রেসের স্মার্ট কোচের মতই। প্রথম ধাপে কোচ বদলানো হচ্ছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের ক্ষেত্রে। পরে বদলে যাবে হাওড়া থেকে রওনা দেওয়া রাজধানী এক্সপ্রেসের কোচ। তবে ইতিমধ্যেই এমন অত্যাধুনিক কোচ নিয়ে আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস রওনা শুরু করে দিয়েছে। আর এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে বাংলার রাজধানী এক্সপ্রেসগুলিও।

হুলিয়া বদলের পর রাজধানী এক্সপ্রেসের কোচগুলিতে যুক্ত হতে চলেছে সিসি ক্যামেরা। এক একটি বগিতে থাকবে ছ’টি করে এই ক্যামেরা। প্রতিটি কোচের ভিতরে থাকবে ডিজিটাল ডিসপ্লে বোর্ড। যে বোর্ডে উঠে আসবে পরবর্তী স্টেশনের নাম, কতক্ষণের মধ্যে সেই স্টেশনে পৌঁছবে, ট্রেন দেরিতে চললে কত দেরি হবে ইত্যাদি নানান প্রয়োজনীয় তথ্য।

এছাড়াও কোচগুলিকে যুক্ত হতে চলেছে অটোমেটিক প্লাগ ডোর। এই দরজাগুলির খোলা অথবা বন্ধ করার বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে সহকারি চালকের হাতে। অর্থাৎ তিনি সিদ্ধান্ত নেবেন কোথায় কামরার দরজা খুলতে হবে অথবা বন্ধ রাখতে হবে। এর ফলে ট্রেনে যেমন হুট করে কেউ উঠে যেতে পারবেন না, ঠিক তেমনি কেউ নামতেও পারবেন না। এর পাশাপাশি এই সকল কোচগুলিতে থাকবে ফায়ার ডিটেকশন সিস্টেম। এই ব্যবস্থার ফলে হঠাৎ ট্রেনে আগুন লেগে যাওয়ার মতো ঘটনা অনেকটাই এড়ানো যাবে।

এছাড়াও থাকছে টকব্যাক সিস্টেম। যে সিস্টেমের মধ্য দিয়ে যাত্রীরা বিপদে পড়লে অথবা কোনো রকম চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন হলে সরাসরি চালক অথবা গার্ডের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। পাশাপাশি থাকবে প্রতিটি আসনে বেড ল্যাম্প, যাত্রীদের জন্য আলাদা আলাদা মোবাইল চার্জের ব্যবস্থা ইত্যাদি। মূলত যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা এবং সুখকর যাত্রার কথা মাথায় রেখেই এই বদল করা হচ্ছে।