নিজস্ব প্রতিবেদন : আগেকার দিনে রাজা-মহারাজারা যেভাবে রাজকীয় ভাবে জীবনযাপন করতেন সেই রকমই রাজকীয় ভাবে ভ্রমণের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। তবে রাজার হালে যেমন ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে, ঠিক তেমনি আবার এর টিকিটের দামও রাজা মহারাজাদের মতই।
ভারতীয় রেলের এই রাজা মহারাজাদের মত ভ্রমণেরক্স ব্যবস্থা রয়েছে মহারাজাস এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনের তরফ থেকে সম্প্রতি একাধিক প্যাকেজের কথা ঘোষণা করা হয়েছে। যে সকল প্যাকেজের মাধ্যমে উত্তর থেকে দক্ষিণ, মধ্য থেকে পশ্চিম রাজার হালে ঘুরে আসা যাবে। এই সকল প্যাকেজের দাম কয়েক লক্ষ টাকা হলেও এতে আবার ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধাও রয়েছে।
দ্য ইন্ডিয়ান প্যানোরামা ট্যুর প্যাকেজ : প্যাকেজের সময়সীমা হল ৬ রাত্রি এবং ৭ দিন। দিল্লি থেকে যাত্রা শুরু করে জয়পুর-রণথম্বোর হয়ে ফতেহপুর সিক্রি, আগ্রা, অরচা, খাজুরাহো, বারাণসী হয়ে ফের দিল্লিতেই ফিরে আসবে। আগামী অক্টোবর থেকে ২০২৩ সালের এপ্রিল অবধি এই প্যাকেজ চালু থাকবে।
দ্য ইন্ডিয়ান স্পেল্ডার ট্যুর প্যাকেজ : এই প্যাকেজ ৬ রাত্রি ও ৭ দিনের জন্য। দিল্লি থেকে যাত্রা শুরু করার পর আগ্রা, রণথম্বোর, জয়পুর, বিকানির, যোধপুর, উদয়পুর, মুম্বই যাবে ট্রেনটি। আগামী অক্টোবর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত এই প্যাকেজ চালু থাকবে।
দ্য হেরিটেজ অব ইন্ডিয়া ট্যুর প্যাকেজ : এর যাত্রা শুরু হবে মুম্বই থেকে। এতে রয়েছে ৬ রাত্রি ও ৭ দিনের সফর। যাত্রাপথে পড়বে উদয়পুর, যোধপুর, বিকানির, জয়পুর, রণথম্বোর, ফতেহপুর সিক্রি। এরপর আসবে দিল্লি। আগামী অক্টোবর থেকে ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত চলবে।
খরচ কত? বিভিন্ন ট্যুর প্যাকেজ অনুযায়ী ডিলাক্স কেবিনের ভাড়া ৪, ৪৩,২০০ টাকা থেকে শুরু। জুনিয়র স্যুটের ক্ষেত্রে টিকিটের দাম ৬,৮১,০০০ থেকে ৭,৫৬,৮০০ টাকা। স্যুটের ভাড়া ১,১০,৪০০ টাকা এবং প্রেসিডেন্টসিয়াল স্যুটের ভাড়া ১৮,৯৬,০০০ টাকা অর্থাৎ প্রায় ১৯ লক্ষ টাকা।