নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ রেল পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। যে কারণে এই রেল পরিষেবাকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। গুরুত্বের দিক দিয়ে বিচার করে ভারতীয় রেল প্রতিনিয়ত এই পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টায় নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে।
রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার যে প্রক্রিয়া ভারতীয় রেলের তরফ থেকে চালানো হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে এবার সুখবর দিল কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতাগামী যাত্রীদের জন্য। ভারতীয় রেলের নতুন উদ্যোগ অনুযায়ী এবার এই যাত্রা পথের সময় অন্ততপক্ষে আড়াই ঘণ্টা কমবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা থেকে দিল্লি অথবা দিল্লি থেকে কলকাতার যাত্রাপথের সময় কমানোর জন্য ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। গতিবেগ বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই সময় অনেক কমবে। এই যাত্রা পথে এবার ট্রেনের গতিবেগ ঘন্টায় ১৬০ কিলোমিটার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলেই আড়াই ঘণ্টা সময় কমে যাবে।
বর্তমানে যে গতিতে এই রুটে ট্রেন চলাচল করে তাতে কলকাতা থেকে দিল্লি অথবা দিল্লি থেকে কলকাতা পৌঁছানোর জন্য সময় লাগে অন্ততপক্ষে সাড়ে সতেরো ঘন্টা। বর্তমানে এই রুটে ট্রেনের সর্বোচ্চ যে গতিবেগ রয়েছে তা হলো ঘন্টায় ১৩০ কিলোমিটার। প্রায় ১৫২৫ কিলোমিটার দূরত্বের এই পথে এবার ট্রেন ছুটবে ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে।
ভারতীয় রেলের তরফ থেকে সম্প্রতি মিশন রফতার নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের গুরুত্বপূর্ণ এবং দূরত্ব রয়েছে এমন রুটগুলিতে যাতায়াতের সময় কমানো। এই উদ্যোগেরই একটি অংশ হতে চলেছে কলকাতা থেকে দিল্লি অথবা দিল্লি থেকে কলকাতা রুট। এই রুটে ট্রেনের গতিবেগ ঘন্টায় ৩০ কিলোমিটার বাড়তে চলেছে বর্তমান গতিবেগের তুলনায়।