Train Speed: বন্দে ভারতকে টেক্কা! এবার আরও কম সময়ে গন্তব্যে পৌঁছাবে রাজধানী, দুরন্ত এক্সপ্রেস

Antara Nag

Published on:

Indian Railways is going to increase the total train speed of Rajdhani, Durant Express: ভারতীয় পরিবহন দপ্তরের সব থেকে বহুল চর্চিত পরিবহন ব্যবস্থা হল রেল পরিষেবা। যাত্রী সুবিধার্থে নিত্য নতুন প্রকল্প নিয়ে হাজির হয় রেল কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য আবারো সুখবর নিয়ে এলো রেল কর্তৃপক্ষ। বাড়তে চলেছে ট্রেনের গতিবেগ (Train Speed)। মোট ৪ টি ট্রেনের গতিবেগ বাড়াতে চলেছে রেল কর্তৃপক্ষ। হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, হাওড়া থেকে নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া থেকে নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। প্রত্যেকটি ট্রেনই ভায়া পাটনা হয়ে যাতায়াত করে।

৪ টি ট্রেনেই এখন থেকে নির্দিষ্ট সময়ের চেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে। ট্রেনগুলি যাতে কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে তার জন্য যথপোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, প্রত্যেকটি ট্রেন কতটা সময় কম নিচ্ছে গন্তব্যে পৌঁছানোর জন্য তার হিসাব রাখছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের ঠিক কতটা সময় বাঁচানো সম্ভব হচ্ছে এই পরিষেবার মাধ্যমে, সে বিষয়ে কড়া নজর রাখছে রেল কর্তৃপক্ষ। বিষয়গুলি সম্পর্কে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন।

ট্রেনের গতিবেগ (Train Speed) সম্পূর্ণ যাত্রা পথের জন্য বাড়ানো হয়নি, নির্দিষ্ট ১ টি পথ অতিক্রম করার জন্যই গতিবেগ বাড়ানো হয়েছে। সিতারামপুর এবং ঝা ঝা এই ২ টি স্টেশনের মধ্যবর্তী এলাকায় ট্রেনের স্পিড তুলনামূলক বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশ কিছুটা সময় আগেই পৌঁছে যাবে ট্রেনগুলি। গতিবেগ বাড়ানোর জন্য যে নির্দিষ্ট এলাকাটিকে বাছা হয়েছে, প্রত্যেকটি ট্রেনের ক্ষেত্রে সেই নির্দিষ্ট এলাকাতেই গতিবেগ বাড়ানো হবে বলে জানা গেছে। প্রতিটা ট্রেনই যেহেতু হাওড়া স্টেশন থেকে ছাড়ছে তাই, পশ্চিমবঙ্গবাসীর কাছে বিশেষ করে কলকাতা বাসির কাছে এটি অত্যন্ত সুখবর।

আরও পড়ুন 👉 BSNL Cheaper Recharge Plan: দরকার নেই Jio, Airtel, Vi-এর! এবার হেসেখেলে ইন্টারনেট, কল হবে BSNL-এর এই সস্তার প্ল্যানে

আসানসোল লাইনে এই ৪ টি ট্রেনের গতিবেগ (Train Speed) ১৪৩ কিলোমিটার রেলপথের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যে ট্রেনটি ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতো, সেই ট্রেনটি এখন থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলবে। নির্দিষ্ট দূরত্বের জন্যই ট্রেনগুলির গতিবেগ বাড়ানো হয়েছে। প্রতিটি ট্রেন কতটা করে সময় বাচাচ্ছে তাও নির্ধারণ করা হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। ট্রেনের গতিবেগ বাড়িয়ে থেমে থাকে নি রেল কর্তৃপক্ষ। ট্রেনগুলি সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি বিষয়ের উপর নজর রেখেছে তারা।

তবে এখানেই বন্দে ভারতকে টেক্কা দিতে চলেছে রাজধানী, দুরন্ত এক্সপ্রেসের মত ট্রেনগুলি। গতিবেগ বাড়ানোর পর বন্দে ভারত এক্সপ্রেস মাত্র ৮ মিনিট সময় বাঁচাতে পারবে। সেখানে এই রাজধানী কিংবা দুরন্ত এক্সপ্রেস ১১ থেকে ১২ মিনিট সময় বাঁচাবে। অর্থাৎ বন্দে ভারতের চেয়ে অনেক কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যাবে রাজধানী, দুরন্ত কিংবা পূর্বা এক্সপ্রেসে। আপাতত শুধুমাত্র এক্সপ্রেস ট্রেনগুলির গতিবেগ বাড়ানো হলেও, ভবিষ্যতে মালবাহী গাড়িগুলির গতিবেগও বাড়ানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নির্দিষ্ট একটি এলাকায় গতিবেগ (Train Speed) বাড়িয়ে দেওয়ার কারণে কম সময় পৌঁছতে পারছে ট্রেনগুলি। এতে যাত্রীদের সুবিধা হচ্ছে। একইভাবে পণ্যবাহী ট্রেনের গতিবেগ বাড়ালেও সুবিধাই হবে সাধারণ মানুষের।