আর গন্ধ বেরোবে না, রাজধানী এক্সপ্রেসের টয়লেটে আসছে নতুন ব্যবস্থা

Antara Nag

Published on:

Advertisements

দূর পাল্লার ট্রেনের বাথরুমের (Toilet) পরিচ্ছন্নতার কথা সকলেরই জানা। এই সমস্যা নিয়ে প্রচুর অভিযোগ জমা হয় রেল কর্তৃপক্ষের কাছে। তাই ট্রেনে ভ্রমণের সময় যাত্রীরা যাতে আরও ভালো সুযোগ ও সুবিধা দিতে চান তারা। সেই জন্য ট্রেনে বিদ্যমান টয়লেটগুলি (Toilet) কে নতুন ডিজাইন ও আপগ্রেড (Design and Upgrade) করার পরিকল্পনা গ্রহন করেছে রেল।

Advertisements

গা ঘিনঘিন করা শৌচালয়। বাথরুমের দেওয়াল জুড়ে শুধুই পানের পিক। ভন ভন করে ঘুরে বেড়াচ্ছে মাছি। অধিকাংশ সময় মিলছে না জল। বেসিন জুড়ে গুটখার প্যাকেট নলের মুখে আটকে। কোনও বেসিনে আবার পোড়া বিড়ি বা সিগারেট পড়ে রয়েছে। ফলে জল যাওয়ার ব্যবস্থা পুরোপুরি বন্ধ। স্টিলের বেসিনের রঙ বদলে বাদামী বা লাল হয়ে আছে। বহুদিন ধরে পরিষ্কার না করায় এমনটাই দশা হয় দূর পাল্লার ট্রেন গুলোর। তবে ভারতীয় রেলওয়ে (Indian Railway) বলেছে যে, এবার থেকে এমন আর ঘটবে না। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনে বিদ্যমান টয়লেটগুলিকে নতুন ডিজাইন করা এবং উন্নততর সুবিধার সঙ্গে আপগ্রেড করার পরিকল্পনা গ্রহন করেছে রেল কর্তৃপক্ষ।

Advertisements

হঠাৎ রেলওয়ের তরফ থেকে এই পদক্ষেপ নেবার কারণ সম্পর্কে জানা যায়, দূরপাল্লার ট্রেনের যাত্রীদের কাছ থেকে টয়লেটগুলির বিরুদ্ধে সর্বাধিক অভিযোগ পান তারা। ট্রেনের টয়লেটগুলি সম্পর্কে যাত্রীরা মূলত স্বাস্থ্যবিধি, খারাপ গন্ধ এবং ত্রুটির জন্য অভিযোগ করে থাকেন। সেই কারণে ভারতীয় রেলের (Indian Railway) কর্মকর্তারা সেই অভিযোগের ভিত্তিতে, সমস্ত সমস্যাগুলি নতুন ডিজাইন করা সিস্টেমগুলিতে সমাধান করেছেন।

Advertisements

সম্প্রতি, রেলওয়ে একটি পাইলট প্রকল্প হিসাবে রাঁচি রাজধানী এক্সপ্রেসে (Rajdhani Express) চারটি নতুন ডিজাইন করা বায়ো-টয়লেট (Bio-Toillet) সহ একটি এসি কোচ চালু করেছে। এই পাইলটের সফল পরিচালনার পর ভারতীয় রেলওয়ে বলেছে যে, তারা এবার থেকে সকল ট্রেনেই একই সুবিধাগুলি চালু করবে খুব শীগ্রই।

বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, এই ট্রেনে চালু করা নতুন টয়লেটগুলি খুবই আধুনিক হতে চলেছে। এই আপগ্রেড করা টয়লেটগুলি স্বয়ংক্রিয় স্বাস্থ্যবিধি এবং গন্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থায় সজ্জিত হবে। জলের কল এবং সাবান বিতরণকারী উপকরণ গুলিও স্পর্শ মুক্ত এবং সেন্সর ভিত্তিক হবে বলে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisements