বিমানবন্দরও ফেল! যেভাবে সেজে উঠবে নবদ্বীপ ধাম রেল স্টেশন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের মেরুদন্ড হিসেবে ভারতের সর্বদা বিরাজ করছে রেল পরিষেবা (Indian Railways)। ব্রিটিশ আমলের ভারতীয় রেল নেটওয়ার্ক এখন স্বাধীন ভারতে প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় যেভাবে ভারতীয় রেলকে সাজিয়ে তোলা হচ্ছে তাতে তা খুব তাড়াতাড়ি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রেল নেটওয়ার্ক হয়ে উঠবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

ভারতীয় রেলকে প্রতিনিয়ত সাজানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি দেশের বিভিন্ন স্টেশনকে আধুনিকতার ছোঁয়া দেওয়া হচ্ছে। সেই রকমই এবার পশ্চিমবঙ্গের নবদ্বীপ ধাম রেলস্টেশনকে (Nabadwip Dham Railway Station) আধুনিকতার ছোঁয়া দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Advertisements

নদিয়ায় (Nadia) অবস্থিত নবদ্বীপ ধাম রেলস্টেশন যেভাবে সেজে উঠবে অর্থাৎ রেলের তরফ থেকে এই রেলস্টেশনকে যেভাবে আধুনিকতার ছোঁয়া দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে তা অনেক বিমানবন্দরকে হার মানাতে পারে, এমনটাই জানা যাচ্ছে রেল সূত্রে। অমৃত ভারত স্টেশন যোজনা প্রকল্পের আওতায় এই স্টেশনটিকে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Advertisements

ইতিমধ্যেই স্টেশনটিকে সাজিয়ে তোলার জন্য হাওড়া ডিআরএম মণীশ জৈন স্টেশন পরিদর্শন করে গিয়েছেন। হাওড়া ডিসিশনের যে ১৫ টি রেলওয়ে স্টেশনকে এইভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই তালিকায় নাম তোলা হয়েছে নবদ্বীপ ধাম স্টেশনকে। মন্দির নগরী হিসেবে পরিচিত নবদ্বীপকে কেন্দ্র করে বছরের অধিকাংশ সময় বিপুল সংখ্যক যাত্রীদের সমাগম হয়। সেই জায়গায় অমৃত ভারত স্টেশন যোজনা প্রকল্পের আওতায় নবদ্বীপ ধাম স্টেশনটি সেজে উঠলে স্টেশনটি পরিপূর্ণতা পাবে।

রেলের তরফ থেকে নবদ্বীপ ধাম স্টেশনকে সাজিয়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরা, চলমান সিঁড়ি, স্টেশনের সমস্ত জায়গায় ডাস্টবিন, স্টেশনের বিভিন্ন দেওয়ালে রং বেরঙের চিত্রকলা, বসানো হবে ফুড স্টল। একই সঙ্গে ১২ মিটার চওড়া ওভারব্রিজও নির্মাণ করা হবে। এর পাশাপাশি যাত্রীদের যাতায়াতের জন্য স্টেশন চত্বর চওড়া করা হবে, থাকবে যথোপযুক্ত পার্কিং ইত্যাদি।

Advertisements