Indian Railways is going to use innovative technology for the safety of passengers during the journey: দেশের পরিবহন ব্যবস্থার মূল ভিত রেল পরিষেবা। সাধারণ মানুষ নিত্য দিনের প্রয়োজনে ব্যবহার করেন রেল পরিষেবাকে। তাই রেলে যাতায়াত করা যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা রেল কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব। রেল পরিষেবার আওতায় থাকাকালীন চুরির সমস্যা হোক, ডাকাতির সমস্যা হোক বা অন্য যেকোনো সমস্যাই হোক না কেন। এমনকি ট্রেন দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের যথার্থ সুরক্ষা প্রদান করা রেল কর্তৃপক্ষের দায়িত্ব। তাই এই সুরক্ষা ব্যবস্থাকে (Indian Railways Safety System) মজবুত করতে রেল কর্তৃপক্ষ নিল নতুন উদ্যোগ ।
কর্তৃপক্ষ তাদের যাত্রীদের সুরক্ষার ব্যবস্থাটা বেশ গুরুত্ব সহকারেই দেখেছে। রেলের ভিতরে সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে রেলের প্রধান ভরসা প্রযুক্তি। আর উন্নত প্রযুক্তির দিক থেকে চিন্তা করতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাই সব থেকে বেশি এগিয়ে। এখন রেলও এআইকে ব্যবহার করতে চলেছে যাত্রী সুরক্ষার কল্যাণে। পূর্ব রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের রুটে এআই জেনারেটেড সুরক্ষা ব্যবস্থার (Indian Railways Safety System) প্রচলন শুরু করে দিয়েছে।
একটি সংবাদ সংস্থার কাছ থেকে জানা গেছে, পূর্ব রেলের সিপিআর কৌশিক মিত্র রেলের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন এইআই জেনারেটেড সুরক্ষা ব্যবস্থার প্রচলন করেছে পূর্ব রেল। এটি মূলত একটি হুইল প্রেডিকশন সফটওয়্যার। এই সফটওয়্যারটি যুক্ত থাকবে রেলের ইঞ্জিন গুলোর সাথে। রেল কর্তৃপক্ষের মতে এই প্রযুক্তি ব্যবহারের ফলে রেল সংক্রান্ত কোন দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা কমে যাবে। যাত্রী সুরক্ষা (Indian Railways Safety System) নিয়ে আর কোন চিন্তা থাকবে না।
আরও পড়ুন ? North East Frontier Railway: বদলে যাবে উত্তর-পূর্ব সীমান্ত রেলের চেহারা! দুর্দান্ত কাজ করছে রেল
হুইলইল প্রেডিকশন সফটওয়্যারটি (Indian Railways Safety System) ইঞ্জিনের সাথে যুক্ত হয়ে চাকার মাত্রার উপর নজর রাখবে। অতি সূক্ষ্ম ভুলত্রুটিও ধরা পড়বে এই সফটওয়্যারে। মানুষের তরফ থেকে যদি কোন রকম ভুল হওয়ার সম্ভাবনা থেকেও থাকে, তাও আর হবেনা এই সফটওয়্যারটিকে ব্যবহার করলে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই সফটওয়্যারটিকে পরিচালনা করার খরচও একেবারেই কম।
সফটওয়্যারটি বলে দিতে পারবে, নির্দিষ্ট একটি চাকার আয়ু কত দিন? আর চাকার আয়ু জানা গেলে নির্দিষ্ট সময় সেই চাকাটি পরিবর্তন করে দেওয়া সম্ভব। আলাদাভাবে প্রতিনিয়ত পর্যবেক্ষণের কোন প্রয়োজনই পড়বে না। এছাড়াও এই নতুন প্রযুক্তি (Indian Railways Safety System) রেলের পরিচলন সক্ষমতাকে অনেকটাই বাড়িয়ে দেবে। রেল কর্মী ও যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মনে ভরসা যোগাবে এই নতুন প্রযুক্তি। কিছুদিন আগে ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে কবচ ব্যবস্থার প্রচলন করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। এরপর এআই জেনারেটেড এই নতুন প্রযুক্তির ব্যবহারও রেল পরিষেবাকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।